রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা (Medical services) পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টেয় স্বাস্থ্য ভবন ১১০টি নতুন মোবাইল মেডিক্যাল ইউনিট (Mobile Medical Unit)-এর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের প্রান্তিক মানুষরাও যাতে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত না হন, সে কারণেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে জানান, তৃণমূলের রাজ্যসভার সাংসদদের উন্নয়নের তহবিল বাবদ পাওয়া ৮৪ কোটি টাকা খরচ করে এরকম ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট তৈরির কথা ভেবেছে রাজ্য সরকার। তার মধ্যে ১১০টিপর উদ্বোধন হল আজ।
প্রতিটি মেডিকেল ইউনিটে থাকবে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই মোবাইল ইউনিটগুলো সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা দেবে। গত ১২ই আগস্ট রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যজুড়ে ২১০ টি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এর মধ্যে বেশ কিছু মোবাইল ইউনিটে উন্নত পরিষেবা যেমন, এক্স-রে এবং আলট্রাসাউন্ডের মতো সুবিধাও থাকবে। ডাক্তার ও নার্সের পাশাপাশি প্রতিটি ইউনিটে বিশেষ অ্যাটেনডেন্ট থাকবে। এর আগেও সাংসদ তহবিল থেকে ৩০০টি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করেছিল রাজ্য সরকার, সে কথাও এদিনের অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এর ফলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মান যে আরও উন্নত হবে, তাও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরই আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় এই ইউনিটগুলি। উদ্বোধনের পর ভ্যানগুলির একটি বড় বহরকে রওনা দিতেও দেখা গেল স্বাস্থ্য ভবন চত্বরে। রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি, এই প্রকল্প চালু হলে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা (দুয়ারে হাসপাতাল), বিশেষত দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা আরও সহজে চিকিৎসা পরিষেবার সুযোগ পাবেন।







