শুক্রবারের সকালেই তৃণমূল(TMC) নেতাদের বাড়িতে ইডি হানা। সেই তালিকায় রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)। এই ঘটনা নিয়েই এবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)। নির্বাচন আসার কারণেই তাদের ওপর চাপ তৈরি করতে এই ঘটনা। সাফ মন্তব্য সুজিত বোসের। শুক্রবার সকালে পুর নিয়োগ দূর্নীতির তদন্তে সুজিত বোসের বাড়ি রেস্তোরাঁ সহ আরও বেশ কয়েকটি জায়গায় রেড করেছে ইডি(ED)।
পুর নিয়োগ দূর্নীতির তদন্তে নেমেছে ইডি। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে তারা। সেই তদন্তের স্বার্থেই শুক্রবার সকালে সুজিত বোসের(Sujit Bose) বাড়ি সহ দম পুরসভার ভাইস চেয়ারম্যান ও অন্যান্যদের বাড়িতে হানা চালিয়েছিল ইডি। এই ঘটনাকেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত বলেই জানাচ্ছেন সুজিত বোস। নির্বাচনে মানুষ যে তৃণমূলের সঙ্গে রয়েছে সেই কথাও বলতে ভোলেননি সুজিত বোস। তাঁর সাফ বার্তা প্রতিবার ভোটের আগেই এমনটা হয়, আগেও কিছু পায়নি. এবারও কিছুই পাওয়া যায় না।
বারবারই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অভিযোগ তোলা হয়েছে। শুক্রবার সকালের ঘটনার পর সেই অভিযোগই আরও জোড়ালো হচ্ছে। যদিওঔ সুজিত বোস এতে ভয় পেতে একেবারেই নারাজ। তাঁর সাফ বার্তা জবাব দেবে মানুষ। মানুষই তাঁর সার্টিফিকেট।
সুজিত বোস জানিয়েছেন, “প্রত্যেকবার ভোটের আগেই ওরা এটা করে। বাড়ি, অফিস সব জায়গাতেই যায়। আগেও রেড করে কিছু পায়নি। ভোটের আগে চাপ তৈরি করতেই এসব করে। ওরা নিতাইয়ের বাড়িতেও গিয়েছে। রাজনৈতিক ভাবে আক্রমণ করা হচ্ছে। এসব করে লাভ নেই, মানুষই আমার সার্টিফিকেট”।
সুজিত বোসের(Sujit Bose) সাফ বক্তব্য তিনি কোনওরকম দূর্নীতি করেননি। অভিযোগ করা যেতেই পারেস, কিন্তু তা প্রমাণ করতে হবে। তাঁর সঙ্গে মানুষ রয়েছে। সেই মানুষই সুজিত বোসের সার্টিফিকেট।







