পুজোর মরসুম চলছে। সেইসঙ্গে সপ্তাহের শেষ। বাঙালিদের অন্যতম প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা দীঘা। কিন্তু সেই দীঘা যাত্রাতেই এবার বিপত্তি। ভোগান্তির মুখে বহু পর্যটক। ১১৬ বি জাতীয় সড়কের কালভাট ভেঙে রাস্তা বন্ধ। আর তাতেই কলকাতা থেকে দীঘার সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কোনও গাড়িই কলকাতা থেকে দীঘার উদ্দেশে যেমন যেতে পারছে না, তেমনই কলকাতায় ফেরার গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আর তাতেই ভোগান্তিতে পড়েছে অসংখ্য পর্যটকরা।
শনিবার সাকালেই ঘটেছে এই ঘটনাটা। পুলিশ সূত্রা জানা গিয়েছে মরিশদার কাছে এদিন দুপুরে আচমকাই ভেঙে পড়েছে একটি কালভার্ট। আর তাতেই বহন্ধ করে দিতে হয়েছে সমস্ত যানবাহন চলাচল। এতে যেমন সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা, তেমনই অসুবিধায় পড়েছেন পর্যটকরাও। একে শনিবার, আর সেইসঙ্গে এমন ঘটনা সমস্যা যে বাড়িয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আপাতত কোলাঘাট থেকে দিঘাগামী যানবাহনগুলিকে বাজকূল এবং হেঁড়িয়া হয়ে এগরা দিয়ে কাঁথি এবং দিঘার দিকে পাঠানো হচ্ছে।
দীঘাগামি এবং কলকাতায় আসার গাড়িগুলো আপাতত রাস্তার দুপাশেই দাঁড়িয়ে রয়েছে। এরফলেই বিপাকে পড়েছেন বহু পর্যটকরা। শনিবার বরাবরই দীঘায় ভিড় একটু বেশি হয়। শর্ট ট্রিপের জন্য বাঙালিদের কাছে যে দীঘা অন্যতম পছন্দের স্পট তা বলার অপেক্ষা রাখে না।
আপাতত কলকাতাগামী গাড়ি গুলোকে রামনগর বাজার এবং কাঁথির থেকে এগরার দিকে পাঠানো হচ্ছে৷







