গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রাজ্য বিজেপির(BJP) নতুন সভাপতি শমীক ভট্টাচার্য(Shamik Bhattacharyya)। আর তাতেই খানিকটা উদ্বিগ্ন রাজ্য বিজেপির(BJP) নেতারা। শোনা যাচ্ছে জ্বরে আক্রান্ত হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। জ্বর না কমা এবং মাত্রাতিরিক্ত ভাবে তাপমাত্রা বাড়ার কারমেই শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে শমীক ভট্টাচার্যকে(Shamik Bhattacharyya)। কলকাতার এক বেসরকারী হাসপাতালে রয়েছেন বিজেপির(BJP) রাজ্য সভাপতি। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে।
শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন শমীক ভট্টাচার্য(Shamik Bhattacharyya)। প্রাকৃতিক দুর্যোগের পর কয়েকদিন আগেই উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। সেখান থেকে ফেরার পরই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। অবস্থার আরও অবনতি হলেই এরপর তাঁকে কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এখনও পর্যন্ত অবশ্য তাঁর শরীর কেমন রয়েছে তা জানা জায়নি। রক্ত পরীক্ষার রিপোর্ট গুলো হাতে পাওয়ার পরই তা জানা যাবে।
শোনা যাচ্ছে গতকাল থেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন শমীক ভট্টাচার্য। এরপর তাঁর তাপমাত্রা হঠাৎই অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে এবং শারীরিক অবস্থা তাঁর আরও অবনতি হতে থাকতে হাসপাতালেই নিয়ে যাওয়া হয়। তবে কী থেকে এই জ্বরের সূত্রপাত তা এখনও পর্যন্ত জানা যায়নি।
হাসপাতালে ভর্তি করার পর শোনা যাচ্ছে শমীক ভট্টাচার্যের ডেঙ্গু সহ বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি। সেই রিপোর্ট হাতে পেলেই জানা যাবে যে কেন জ্বরে আক্রান্ত হয়েছেন শমীক ভট্টাচার্য। তবে সূত্রের খবর এখনও পর্যন্ত নাকি ঠিকভাবে খেতে পারছেন না বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আপাতত কয়েকদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণেই নাকি তাঁকে রাখা হবে।







