ইন্ডি জোটে তারা সরিক। কিন্তু বংলায় সেই আম আদমি পার্টিরই(Aam Admi Party) ঘর ভাঙছে কংগ্রেস। এবার সেই ঘটনা ঘটল মুর্শিদাবাদে(Murshidabad)। মুর্শিদাবাদ জেলা আম আদমি পার্টির(Aam Admi Party) জেলা সভাপতি থেকে নেতৃত্বরা সোমবার যোগদান দিল কংগ্রেসে(Congress)। আর তাতেই যে রাজনৈতিক মহলে যে বেশ শোরগোর পড়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সোমবাপ দুপুরে অধীর চৌধুরীর(Adhir Chowdhury) হাত ধরেই কংগ্রেসে যোগ দিল আম আদমি পার্টির জেলা সভপতি সহ অন্যান্য নেতৃত্বরা।
তৃণমূলের(TMC) বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেই আম আদমি পার্টির(Aam Admi Party) সঙ্গে সম্পর্ক ছিন্ন করল মুর্শিদাবাদ জেলা আম আদমি পার্টির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। একটাই অভিযোগ যে তৃণমূলের(TMC) দূর্ণীতির বিরুদ্ধে বিরোধিতা করার অনুমতি নাকি আম আদমি পার্টির তরফ থেকে পাওয়া যেত না। আর সেই কারণেই নাকি শেষপর্যন্ত আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত।
আম আদমি পার্টির জেলা সম্পাদক রাজ্যের মুখপাত্র সোহেল রানা(Sohail Rana) সহ মুর্শিদাবাদ জেলা সংগঠনের সমস্ত নেতাকর্মীরা সোমবার দুপুরে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসের যোগদান করেন। সোমবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে এই যোগদান সভার আয়োজন করা হয়।। কংগ্রেসের যোগদানকারী সোহেল রানা বলেন আম আদমি পার্টি(Aam Admi Party) করতাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য, সেখানে আমাদের সংগঠন তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার অনুমতি দিত না।। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য স্বচ্ছ মুর্শিদাবাদ তৈরির জন্য আজ আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসের যোগদান করলাম।







