দীর্ঘদিন ধরেই অন্তর্দলীয় কোন্দলে জেরবার তৃণমূলের জেলা নেতৃত্ব। ২৬শে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ম করেই নিজের ক্যামাক স্ট্রিটের অফিসে তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন। সেই বৈঠকে নির্বাচনের রণকৌশল সাজানোর পাশাপাশি জোর দেওয়া হচ্ছে দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়ে। কিন্তু তার পরেও গোষ্ঠীকোন্দল মিটছে কই! ফের একবার দলের বিরুদ্ধেই সরব হলেন মাস দুই আগে খুন হওয়া তৃণমূল নেতা অমর রায়ের মা। তাঁর অভিযোগ, দলের প্রভাবশালী কিছু রাঘববোয়ালদের কারণেই তাঁর ছেলের প্রকৃত খুনিকে আড়াল করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের একজন প্রধান হয়েও তিনি তাঁর ছেলের ন্যায় বিচার পাচ্ছেন না। তাই প্রধানের পদ থেকে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন নিহত অমর রায়ের মা, তথা কোচবিহারের দাওয়াগুড়ি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়।
উত্তরবঙ্গের বিপর্যয় মোকাবিলায় এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক সেই সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর ছেলের খুনের বিষয়ে যাবতীয় অভিযোগ জানানোর আর্জি করলেন কুন্তলা দেবী। প্রয়োজনে তিনি যে পদত্যাগ করতেও রাজি, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাও স্পষ্ট করে দিলেন দাওয়াগুড়ি অঞ্চলে তৃণমূলের দীর্ঘদিনের এই নেত্রী তথা পঞ্চায়েত প্রধান।
কুন্তলা দেবীর অভিযোগ, “আজ দুই মাস পেরিয়ে গেছে কয়েকজন চুনোপুঁটি ছাড়া পুলিশ এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি।” তাঁর আরও অভিযোগ, প্রভাবশালী খুনিরা তাঁর চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছে, উল্টে নাকি তাঁকেই ভয় দেখানো হচ্ছে।
সোমবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে যেভাবে তাঁর ছেলের খুনিদের আড়ালের প্রসঙ্গ টেনে এনে তির্যক মন্তব্য করেছেন তৃণমূলের এই নেত্রী, তাতে কোচবিহার জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
দীর্ঘদিন ধরেই অন্তর্দলীয় কোন্দলে জেরবার তৃণমূলের অন্দরে একের পর এক মারাত্মক অভিযোগ উঠছে বিভিন্ন জেলা থেকেই। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বর্তমান প্রধানের আজকের এই বিস্ফোরক বক্তব্য তৃণমূলকে রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।







