নির্বাচনের(Assembly Election) আগে এই রাজ্যেও যে এসআইআর(SIR) হবে তা আগেই স্পষ্ট করে দিয়েছিল নির্বাচন কমিশন(State Election Commision)। অবশেষে রাজ্যে এসআইআর শুরুর দিন ঠিক করে ফেলল নির্বাচন কমিশন। আগামী ১ নভেম্বর থেকেই শুরু হচ্ছে এসআইআর(SIR)। কয়েকদিনের মধ্যেই ডাকা হতে পারে সর্ব দলীয় বৈঠক। গত দুদিন ধরে পশ্চিমবঙ্গ সহ ছয় রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠক সেরেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আভাসটা তখনই পাওয়া গিয়েছিল। আগামী ১ নভেম্বর থেকেই শুরু এসআইআর প্রক্রিয়া।
শোনাযাচ্ছে তিন মাসে এই প্রক্রিয়া শেষ করা হতে পারে। সেই মতোই ব্যবস্থা করা হচ্ছে। শুধুমাত্র বাংলাতেই(West Bengal) নয়, নির্বাচন মুখী অন্যান্য রাজ্য সহ আরও কয়েকটি জায়গাতে এসআইআর(SIR) প্রক্রিয়া শুরু হতে চলেছে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহেই নাকি জারি হয়ে যেতে পারে নোটিশ।
ইতিমধ্যেই এসআইআর(SIR) প্রক্রিয়া শুরুর আগে সমস্তরকম ব্যবস্থাপনা সেরে রাখার নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে। শুক্রবার থেকেই নাকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ২৪ ঘন্টা খোলা থাকবে।
শোনাযাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের স্তরে সর্বদলীয় বৈঠক ডাকা হতে চলেছে। একইরকম ভাবে বিভিন্ন জেলায় জেলা শাসকরাও সর্বদলীয় বৈঠক ডাকবেন। এবারের রাজ্য নির্বাচনে এসআইআর যে প্রধান বিষয় তা বলার অপেক্ষা রাখে না। এই নিয়ে দুই শিবিরের মধ্যেই চাপান উতোর বাড়ছিল। এবার দিন ঘোষণা হয়ে গিল। রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।







