সুপ্রিম স্বস্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার জন্য অনুমতিই দিলেন না দেশের অ্যাটর্নি জেনারেল। এরপরই সুপ্রিম কোর্টে(Supreme Court) সেই মামলা প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয়েছে এবং সেই আবেদনের পরই মামলা প্রত্যাহারের অনুমতি দিয়ে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিরুদ্ধে আত্মদীপ – নামের একটি সংগঠন আদালত অবমাননার মামলা করার অনুমতি চেয়েছিল। কিন্তু খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।
গত ৩ এপ্রিল এসএসসি(SSC) মামলায় রায় ঘোষণা করেছিল তৎকালীন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। দুর্নীতির কথা বলে ২০১৬ সালের এসএসসির গোটা নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) একটি মন্তব্যের জন্য আত্মদীপ নামক সংগঠন আদালত অবমাননার মামলা করার অনুমতি চেয়েছিল। বৃহস্পতিবারই সেই আবেদন খারিজ করে দেওয়া হল। নির্বাচনের আগে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় জয় তা বলার অপেক্ষা রাখে না।
এর আগে এই মামলাকারী সংগঠনের আইনজীবিকে সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি বিআর গাভাই বলেছিলেন, কোর্টকে কখনোই রাজনীতির জায়গা করবেন না। রাজনীতির যুদ্ধ অন্য জায়গায় করুন।
এরপরই বৃহস্পতিবার মামলাকারী সংগঠনের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয়, দেশের অ্যাটর্নি জেরালেন আর ভেঙ্কটরামানি আদালত অবমাননার মামলার জন্য অনুমতি দেননি। তারপরই মামলাকীর সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টের কাছে মামলাটি প্রত্যাহারের অমুনতি চাওয়া হয়। সুপ্রিম কোর্ট সেই অনুমতি দিয়েও দিয়েছে।







