বড় দায়িত্ব পাওয়ার পরই মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। প্রতিবারই এই দিনটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে ধুমধাম করে পালন হয় ভাইফোঁটা। সেখানেই উপস্থিত থাকেন তৃণমূলের শীর্ষনেতৃত্বরা। এবার সেখানেই বড় চমক শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈশাখি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভাই ফোঁটা নিতে উপস্থিত হন শোভন। কয়েকদিন আগেই এনকেডিএ-র চেয়ারম্যানের পদে বসেছেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। আর তৃণমূল নেতৃীর বাড়িতে ভাইফোঁটা নিতেই শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা।
পদ পাওয়ার পর এবার কী শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee) ফের ভোটে দাঁড়াতে চলেছেন। সবকিছু যেন তারই একটা ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রীর উত্তর বঙ্গ সফরের সময় তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের। এরপরই এনকেডিএ-র চেয়ারম্যান পদে বসা। অর্থাৎ শোভনের তৃণমূলে ফেরার ঘোষণাটা এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে জল্পনাটা হল তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে।
বিশেষ করে ভাইফোঁটা নিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে আসার পর থেকেই শোভনের নির্বাচনে লড়াই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ কয়েকদিন আগেই পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্রে পোস্টার পড়েছে শোভন চট্টোপাধ্যায়ের। তবে কী এবার পার্থ চট্টোপাধ্যায়ের এলাকা থেকে বিধানসভা নিুর্বাচনে লড়তে চলেছেন শোভন চট্টোপাধ্যায়!
এই নিয়ে অবশ্য এখনই মুখ খোলেনি কেউ। কিন্তু কানভুষো এমনটাই চলছে। তৃণমূলের সঙ্গে একসময় দুরন্ত তৈরি হলেও, ধীরে ধীরে সেই ব্যবধান কমছে বলেই শোনাযাচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষ শোভন চট্টোপাধ্যায়ের এনকেডিএ-র পদ পাওয়াটা। বিধানসভার আগে এবার বহু চমক রয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষাতে এই মুহূর্তে রাজনৈতিক মহল।







