সরিয়ে দেওয়া হলো কার্তিক মহারাজকে। বাংলা নয়, আরও বেশী সময় দিতে বলা হলো ঝাড়খন্ডে। ইতিমধ্যেই পদ্মশ্রী প্রাপ্ত এই সন্ন্যাসীর বিরুদ্ধে এক মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ এসেছে। চলছে মামলাও, তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যদিও বর্তমানে ভারত সেবাশ্রম সংঘের মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। তবে তাঁকে বাংলা নয়, ঝাড়খণ্ডের সংঘ দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন এক মহিলাকে আটকে রেখে শারীরিক নিগ্রহ করেছেন বেলডাঙার ভারত সেবাশ্রমের দায়িত্বপ্রাপ্ত ওই সন্ন্যাসী। মামলার চলছে গড়ায় কলকাতা হাই কোর্টে। যদিও রক্ষাকবচ চাইলেও তা মেলেনি কার্তিক মহারাজের। বেলডাঙার আশ্রমে কার্তিক মহারাজকে সেভাবে দেখা যাচ্ছিল না। সূত্রের খবর, তাঁকে নাকি ঝাড়খণ্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। সেকথা অবশ্য মেনে নিয়েছেন কার্তিক মহারাজ। জানিয়েছেন, বর্তমানে ঝাড়খণ্ডে তাঁকে বেশি সময় দিতে হচ্ছে।







