একাধিক ইস্যুতে ইতিমধ্যে সরগরম সংসদ। বিভিন্ন ইস্যুতে শাসক-বিরোধী লড়াই দেখার মতো। এরই মধ্যে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন করে রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। ঠিক কি অস্ত্রে এই সমস্ত ইস্যু নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানানো যায় তার রূপরেখা ঠিক করতে দলের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। তবে যেহেতু এই মুহূর্তে অধিবেশন চলছে , তাই এই বৈঠক হবে ভার্চুয়ালি। তৃণমূল সূত্রে খবর, সোমবার বিকেলে খুব সম্ভবত নবান্ন থেকেই এই ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। সোমবার দুপুর ৩টে নাগাদ সমস্ত সাংসদকে তিনি ডেকেছেন। উল্লেখ্য, তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংসদে দলের রণকৌশল কী হবে, তা তিনিই স্থির করে দেন। এবার সেইসঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে তৃণমূল অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কীভাবে কক্ষ সমন্বয় করবে, কীভাবে যৌথ প্রতিবাদে শামিল হবে, কোন ইস্যুতে জোর দেবে, এসব নিয়ে সাংসদদের কাছে স্পষ্ট বার্তা দিতেই মমতার এই বৈঠক বলে মনে করা হচ্ছে।







