প্যারালাল নিউজ ডেস্ক: সামসেরগঞ্জ এর জয় কৃষ্ণপুর ২ প্রাথমিক বিদ্যালয় এর ঘটনা, প্রায় কিছুদিন থেকেই স্কুলের সময় হলেও মাস্টার দেখা মিলছে না। ছাত্র-ছাত্রী ঠিক সময়ে এলেও গেট সঠিক সময়ে খুলছে না বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ছাত্র-ছাত্রীদের আজ মঙ্গলবার সঠিক সময়ে ছাত্র-ছাত্রী স্কুল এসে দেখে গেটে তালা লাগানো সে সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে।
বৃষ্টিতে ছাত্র-ছাত্রীরা কোথায় থাকবে তার জায়গা পাচ্ছে না বাধ্য হয়ে ছাত্র-ছাত্রীরা আশেপাশের বাড়িতে আশ্রয় জায়গা পাই এবং কিছু স্টুডেন্ট স্কুলে গেটের সামনে কার্নিশের নিচে দাঁড়িয়ে পড়ে এমনই ঘটনা এলাকাবাসীর চোখে পড়ে, এলাকাবাসীর অভিযোগ ছাত্র-ছাত্রী স্কুলের সঠিক সময় এলেও মাস্টার মাস্টার সঠিক সময়ে স্কুল আসছে না গ্রামবাসী আরো অভিযোগ করে জয়কৃষ্ণপুর দুই প্রাথমিক বিদ্যালয় যে ছাত্র-ছাত্রীরা আছে তাদেরকে দিয়ে নোংরা পরিষ্কার করায় এমন অভিযোগ উঠেছে স্কুলের মাস্টারদের বিরুদ্ধে। স্কুলের খাবার নিয়ে অভিযোগ উঠেছে যে প্রতিদিন যে ইস্কুলে খাবার দিচ্ছে সে খাবার সঠিকভাবে পাচ্ছে না,এমনই অভিযোগ তুলেছে এলাকাবাসী, জয় কৃষ্ণপুর ২ প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক অস্বীকার করেন।







