কলকাতা, ১৫ জুলাই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের। মাস ছয়েক আগে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছিল। যদিও সম্প্রতি সেই সাসপেনশন উঠলেও, তিনি বর্তমানে সিপিএমের রাজ্য কমিটির অধীনেই কাজ করেন। জেলাতে গিয়ে দলের কাজ করার ক্ষেত্রে তাঁর উপর এখনও নিষেধাজ্ঞা জারি রেখেছে আলিমুদ্দিন।
এরই মধ্যে আবারও বিতর্ক তৈরি হল সিপিএমের এই বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যকে ঘিরে। সম্প্রতি তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাটের কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেগুলি আসলে তন্ময় ভট্টাচার্যের সাথে বেশ কিছু মহিলার কথোপকথন। সেই চ্যাটে মহিলাদের সঙ্গে সিপিএম নেতাকে অশ্লীল যৌন উত্তেজক কথাবার্তার পাশাপাশি বেশ কিছু আপত্তিকর ছবিও শেয়ার করতে দেখা গেছে।
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই মুখ পুড়ল বঙ্গ সিপিএমের। দলের বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এমন অভিযোগ বার বার ওঠায় বেশ অস্বস্তিতে সিপিএম রাজ্য নেতৃত্ব। যদিও এ বিষয়ে লিখিত কোনও অভিযোগ এখনও দলের কাছে জমা পড়েনি। যদি কোনও অভিযোগ জমা পড়ে, সেক্ষেত্রে হয়তো আলিমুদ্দিনে ডেকে পাঠানো হবে তন্ময় বাবুকে।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্য। তিনি বলেছেন, আইনজীবীর সঙ্গে কথা বলার পরই তাঁর বক্তব্য জানাবেন। শোনা যাচ্ছে, এই ঘটনায় ইতিমধ্যেই বরাহনগর থানার দারস্থ হয়েছেন তিনি। এই বিষয়ে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেছেন, এই বিষয়ে তিনি এখনও পর্যন্ত কিছুই জানেন না, ফলে মন্তব্য করতে পারবেন না। তবে প্রকাশ্যে তন্ময় ভট্টাচার্যের প্রসঙ্গ সিপিআইএম নেতারা এড়িয়ে গেলেও, দলের অন্দরে ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এখন সিপিএমের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে কী প্রতিক্রিয়া দেন, সেটাই দেখার।







