সৈয়দ মুস্তাক আলি ট্রফি(Syed Mustaq Ali Trophy) খেলতে চান রোহিত শর্মা(Rohit Sharma)! হঠাৎই শুরু হয়েছে নতুন জল্পনা। শোনাযাচ্ছে ঘনিষ্ঠমহলে নাকি ভারতের ঘরোয়া ক্রিকেটে সেরা টি টোয়েন্টি ফর্ম্যাটে নাকি খেলতে চেয়েছেন দ্য হিটম্যান। সবকিছু ঠিকঠাক চলল্ নক আউট পর্বে মুম্বইয়ের হয়ে ফের একবার টি টোয়েন্টি ফর্ম্যাটে দেখা যেতে পারে প্রাক্তন ভারতীয় দলের অধিনায়ককে। কিন্তু কেন হঠাৎ টি টোয়েন্টি ফর্ম্যাটে ফিরতে চাইছেন রোহিত(Rohit Sharma)? এই নিয়েই নাকি প্রশ্ন উঠতে শুরু করেছে।
২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই টি টোয়েন্টি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা(Rohit Sharma)। এরপর আইপিএলের মঞ্চ থেকেই টেস্ট ফর্ম্যাটের অবসরের ঘোষণা করেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। দেশের জার্সিতে শুধুমাত্র ওডিআই ফর্ম্যাটেই খেলছেন রোহিত শর্মা(Rohit Sharma)।
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলছেন রোহিত শর্মা। তার মাঝেই রোহিতের সৈয়দ মুস্তাক আলি(Syed Mustaq Ali Trophy) খেলা ঘিরে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। শোনাযাচ্ছে তিনি মুস্তাক আলির নকআউট পর্বে খেলতে চেয়েছেন। যদিও সরকারীভাবে রোহিত শর্মা এখনও পর্যন্ত কিছু জানাননি। কিন্তু মনে করা হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন রোহিত(Rohit Sharma)।
ইতিমধ্যেই বিজয় হাজারে ট্রফিতে খেলার কথা রোহিত শর্মা এবং বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন। এবার সেইসঙ্গে মুস্তাক আলিতেও রোহিত শর্মা খেলবেন বলে শোনাযাচ্ছে। তিনি নাকি ইতিমধ্যেই মুস্তাক আলিতে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন। শেষপর্যন্ত তিনি মাঠে নামেন কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।






