অ্যাশেজে(Ashes) দাপুটে পারফরম্যান্সের ধারা অব্যহত মিচেল স্টার্কের(Mitchell Starc)। এবার ওয়াসিম আক্রমের(Wasim Akram) রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক(Mitchell Starc)। বাঁহাতি পেসার হিসাবে টেস্টে সর্বোচ্চ উইকেট নিয়ে পিছনে ফেললেন ওয়াসিম আক্রমকে। এই মুহূর্তে ১০২ টেস্ট খেলে মিচেল স্টার্কের উইকেট ৪১৫। এদিনও প্রথম ইনিংসের শুরু থেকেই স্টার্কের ঝুলি কিন্তু ভরপুর। ইতিমধ্যে চার উইকেট তুলেও নিয়েছেন তিনি।
অ্যাশেজের(Ashes) শুরু থেকেই এবার দুরন্ত ফর্মে রয়েছেন মিচেল স্টার্ক(Mitchell Starc)। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে একাই তুলে নিয়েছিলেন দশ উইকেট। সেখানে প্রথম ইনিংসে স্টার্কের শিকার ছিল সাত উইকেট। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা পেসার। সেই ধারাটা দ্বিতীয় টেস্টেও ধরে রেখেছেন স্টার্ক। এদিনও ইংল্যান্ডের তারকা ব্যাটারদের দ্রুতই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন স্টার্ক।
দ্বিতীয় টেস্টের শুরুতেই প্রথম উইকেটটা তুলে নিয়েছিলেন মিচেল স্টার্কই(Mitchell Starc)। প্রথম উইকেটটাই তুলেছিলেন বেন ডাকেটের। এরপর একে একে অলি পোপ, হ্যারি ব্রুকদের সাজঘরে ফেরানোর রাস্তাটাও দেখিয়ে দিয়েছিলেন মিচেল স্টার্কই। কার্যত এদিনও ব্রিটিশ ব্যাটিং বাহিনীকে চাপের মুখে ফেলে দিয়েছিলেন স্টার্ক। আর সেইসঙ্গে ওয়াসিম আক্রমের নতুন বহু পুরনো রেকর্ডও ভেঙে দিলেন তিনি।
এর আগে বাঁহাতি পেসার হিসাবে টেস্টে সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন ওয়াসিম আক্রম। ৪১৪টি উইকেট ছিল তার। এদিন হ্যারি ব্রুককে ফেরাতেই সেই রেকর্ড গড়লেন তিনি। স্টার্কের পিছনে এই তালিকায় রয়েছেন ওয়াসিম আক্রম, চামিন্ডা ভাস, ট্রেন্ট বোল্ট, মিচেল জনসন, জাহির খানদের মতো তারকারা।






