বৃহস্পতিবার সুপার কাপের(Super Cup) সেমিফাইনালে পঞ্জাব এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল(Eastbengal)। প্রতিপক্ষ শিবিরের দুজন প্রধান ডিফেন্ডারই নেই। আর সেটাই সুযোগটাই সেমিফাইনালের মঞ্চে কাজে লাগাতে চাইছে লাল-হলুদ(Eastbengal) ব্রিগেড। বরং শুরু থেকেই কাউন্ডটার অ্যাটাকের কথা শোনা গেল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর মুখে। বছর শেষের আগে ইস্টবেঙ্গলের(Eastbengal) হাতে ট্রফি দেখাই এখন তাঁর কাছে অন্যতম প্রধঝান লক্ষ্য। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
শেষবারের আইএসএলের(ISL) সাক্ষাতে দুবারই জিতেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচের আগে সেটা যেমন তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে। তেমনি প্রতিপক্ষের দুর্বলতা সম্বন্ধেও বেশ ভালোভাবেই ওয়াকিবহাল ইস্টবেঙ্গল থিঙ্ক ট্যাঙ্ক। সেই কারণে শুরু থেকই তো কাউন্টার অ্যাটাকে যেতে চাইছেন অস্কার(Oscar Bruzon)। তবে তাঁর প্রধান নজর হল ম্যাচের দখল নিজেদের হাতে রাখা। ম্যাচের শুরু থেকেই যাতে লাল-হলুদ ফুটবলাররা ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে পারে সেই দিকেই এখন প্রধান নজর ইস্টবেঙ্গল(Eastbengal) কোচের।
জয় গুপ্তার(Jay Gupta) চোট থাকলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনেও তিনিই এসেছিলেন। কার্ড সমস্যার জন্য পঞ্জাবের সেরা দুই স্টপার নেই। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই আক্রমণের ঝড় তুলতে চাইছে ইস্টবেঙ্গল। রশিদ(Mohammed Rashid), হামিদদের(Hamid Ahadad) নিয়ে সেরকমই ছক কষছেন লাল-হলুদ কোচ। তবে এই ম্যাচেও বোধহয় প্রথম একাদশে দেখার সম্ভাবনা নেই হিরোশি ইবুসুকিকে(Hiroshi Ibusuki)। তাঁকে রিজার্ভেই রাখছেন তিনি।
সেমিফাইনালের আগে অবশ্য নিজের দল নিয়েও বেশ আত্মবিশ্বাসী কোচ অস্কার(Oscar Bruzon)। তাঁর দল শারীরিক, মানসিক এবং ট্যাকটিকাল দিক থেকে একেবারে প্রস্তুত বলেই জানাচ্ছেন কোচ। একইসঙ্গে আবার একটু সতর্কও। প্রতিপক্ষের সেরা দুটো স্টপার না থাকলেও, সেখানে নতুন ফুটবলাররা খেলবেন। তবে লাল-হলুদ যে প্রস্তুত তা বলার অপেক্ষা রাখে না।






