রাঁচির পর এবার রায়পুর। বিরাট কোহলির(Virat Kohli) দুরন্ত পারফরম্যান্সের ধারা অব্যহত। সেইসঙ্গেই গড়লেন এক নতুন রেকর্ড। কেরিয়ারের ৮৪তম সেঞ্চুরি করার পাশাপাশি, ১১ তমবার পরপর দু ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ডটাও গড়ে ফেললেন বিরাট কোহলি(Virat Kohli)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০২ রানের দুর্ধর্ষ সেঞ্চুরি ইনিংস খেললেন বিরাট কোহলি। সেখানেই বিরাটের(Virat Kohli) গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৭টি চার এবং ২টো ওভার বাউন্ডারি দিয়ে। ২০১৬-১৮ সালের পরপর ম্যাচে সেঞ্চুরি করাটা বিরাটের কাছে ছিল অভ্যাসের মতো। মাঝে অবশ্য খানিকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন। কিন্তু চলতি বছরে ফের ফর্মে বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৩ বলে ১০২ রানের ইনিংস খেললেন তিনি।
প্রায় একমাস পর ভারতীয় দলের জার্সিতে মাঠে নেমেছে। সেইসঙ্গে অনেকেই বলেছিলেন যে আগামী ২০২৭ সালের বিশ্বকাপের দলে সুযোগ পেতে এই সিরিজটা নাকি বিরাট কোহলিদের(Virat Kohli) কাছে বড় পরীক্ষা। সেইসঙ্গে গৌতম গম্ভীরকে(Gautam Gambhir) জবাব দেওয়ার মঞ্চও এটা ছিল। সেখানেই কার্যত ফুল মার্কস পেয়ে পাশ করে গেলেন বিরাট কোহলি। তাঁর সেঞ্চুরি ইনিংসের সামনে ফের একবার মাথা নত করতে বাধ্য হলেন দক্ষিণ আফ্রিকার(South Africa) বোলাররা।
বিরাট কোহলি(Virat Kohli) যে সময় মাঠে আসেন ভারতীয় দলে বেশ চাপে ছিল। এরপরই যশস্বী(Yashasvi Jaiswal) ফিরে যাওয়ায় দুই উইকেট হারিয়ে ভারতীয় দল বেশ চিন্তাতেই পড়ে গিয়েছিল। সেখান থেকেই ফের ভারতীয় দলের হাল ধরেন বিরাট কোহলি। সঙ্গে রিতিরাজ গায়কোয়াড় অবশ্যই ছিলেন। তবে বিরাট কোহলি(Virat Kohli) এদিনও ছিলেন বিধ্বংসী মেজাজে।
সচিন তেন্ডুলকরের(Sachin Tendulkar) সেঞ্চুরির রেকর্ড ভাঙার থেকে এই মুহূর্তে খুব একটা দূরে নেই বিরাট কোহলি(Virat Kohli)। সেখানেই এদিন যেন আরও একধাপ এগোলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। কেরিয়ারের ৮৪ তম সেঞ্চুরিটা করে ফেললেন। সচিনের রেকর্ড ছুঁতে এখন আর মাত্র ১৬টি সেঞ্চুরি দূরে রয়েছেন তিনি। একইসঙ্গে সর্বোচ্চ ভেন্যুতে ৩৪টি সেঞ্চুরিও করার রেকর্ড গড়েছেন বিরাট। সেখানেও সচিনের রেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি।







