আগামী শুক্রবারই ফিফা বিশ্বকাপের(Fifa World Cup) চূড়ান্ত ড্র। সেখানেই সেন্টার অব অ্যাট্রাকশন হতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। মঙ্গলবারই হোয়াইট হাউসের তরফে সেই কথা সরকারীভাবে ঘোষণা করা হয়েছে। এবার মার্কিন যু্ক্তরাষ্ট্রের(USA) পাশাপাশি মেক্সিকো(Mexico) এবং কানাডেতেও(Canada) হবে বিশ্বকাপের ম্যাচ। তারই চূড়ান্ত ড্র আগামী শুক্রবার কেনডি ভবনে হতে চলেছে। সেখানেই প্রধান অতিথি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)।
কয়েকদিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে ফিফা বিশ্বকাপের(Fifa World Cup) ট্রফি তুলে দিয়েছিলেন খোদ ফিফা সভাপতি জিয়ানি ইফান্তিনো(Gianni Imfantino)। এবারের বিশ্বকাপটা যে ডোনাল্ড ট্রাম্পের(Donald Trump) কাছেও অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিশ্বকাপ হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। এই বিশ্বকাপকে সামনে রেখেই আমেরিকার ২৫০ তম প্রতিষ্ঠা দিবসও পালন করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
বেশ কয়েকদিন ধরেই একটা জল্পনা শুরু হয়েছিল। শোনাযাচ্ছিল ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) নাকি উপস্থিত থাকতে পারেন ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের চূড়ান্ত ড্র ঘোষণায়। সেই নিয়েই এবার চলে এল হোয়াইট হাউসের তরফ থেকে একেবারে সরকারী শিলমোহর।
হোয়াইট হাউসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার কেনেডি ভবনে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ড্র-য়ে উপস্থিত থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বেশ কয়েকদিন আগেই ট্রাম্পের একটি মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। আমেরিকার কয়েকটি শহর থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোর কথা বলেছিলেন তিনি। কারণ উল্লেখ করেছিলেন সেই সমস্ত জায়গায় বেআইনি অনুপ্রবেশের সমস্যা। একইসঙ্গে বিস্ফোরণের কথাও উল্লেখ করেছিলেন তিনি।







