রায়পুরে দক্ষিণ আফ্রিকার(South Africa) বরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামবে ভারতীয় দল(India Team)। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। কিন্তু তার আগেই একটা ছবি ঘিরে এই মুহূর্তে তুমুল আলোচনা নেটপাড়ায়। রায়পুরে দলের সকলে যখন টিম হোটেলে প্রবেশ করছেন, সেই সময় নির্বাচকের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় দেখা গেল বিরাট কোহলিকে(Virat Kohli)। তবে কী আসন্ন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের মঞ্চে তারা খেলবেন কিনা সেই নিয়েই আলোচনা হচ্ছিল। তা নিয়েই ভারতীয় ক্রিকেট মহলেও জল্পনা তুঙ্গে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচেই দুরন্ত ফর্মে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি(Virat Kohli)। ভারতের জয়ের পিছনে অন্যতম প্রধান কারিগড় যে তিনিই ছিলেন তাও বলার অপেক্ষা রাখে না। দেশের জার্সিতে ফিরেই ১৩৫ রানের দুরন্ত সেঞ্চুরি ইনিংস খেলেছিলেন বিরাট(Virat Kohli)। একইসঙ্গে ৫৭ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। আর সেই পারফরম্যান্সের পর থেকেই আগামী ওডিআই বিশ্বকাপে তাদের খেলানো নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা তাদের খেলানোর দাবী নিয়ে সরব হয়ছেন।
রাঁচিতে বিরাট ও রোহিতের খেলার ওপর বিশেষ নজর রাখতেই উপস্থিত ছিলেন খোদ প্রধান নির্বাচক অজিত আগরকরও। এবার রায়পুরে দেখা গেল নির্বাচকের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন খোদ বিরাট কোহলি। না অজিত আগরকর নন। বরং নির্বাচক কমিটির অন্যতম সদস্য প্রজ্ঞান ওঝার সঙ্গেই জোর আলোচনা সারছেন বিরাট কোহলি।
আর সেটা যে একেবারেই শুধু সৌজন্য সাক্ষাত আলোচনা নয়, তাও বেশ স্পষ্ট ছিল। প্রজ্ঞান ওঝার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস আলোচনাতেই দেখা গেল বিরাট কোহলিকে। তবে কী আগামী ওডিআই বিশ্বকাপ নিয়েই তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। সেই নিয়েই এখন গুঞ্জন জোরদার।







