সবকিছু ঠিকঠাক চললে আগামী ৮ জানুয়ারী থেকেই শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। তারই প্রস্তুতিতে এবার নেমে পড়ল মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG)। দীর্ঘ এক মাস ছুটি কাটানোর সোমবার মোহনবাগান মাঠেই শুরু হয় প্রস্তুতি। কিন্তু প্রথম দিনের প্রস্তুতিতেই অনুপস্থিত মোহনবাগানের তারকা ফুটবলার দিমিত্রি পেত্রাতস(Dimitri Petratos)। কিন্তু কেন তিনি সময়ে আসেননি তার কোনও সদুত্তর অবশ্য দিতে পারছে না মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) টিম ম্যানেজমেন্ট।
গত সপ্তাহেই বদলে গিয়েছে মোহনবাগানের কোচের নাম। হোসে মোলিনা(Jose Molina) নয়, এখন সবুজ-মেরুনের দায়িত্বে এসেছেন সের্জিও লোবেরা(Sergio Lobera)। যদিও তাঁর তত্ত্বাবধানে এখনই প্রস্তুতি শুরু করতে পারছে না মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ফুটবলাররা। তাঁর আসতে নাকি এখনও দশ দিন মতো সময় লাগবে। সেই কারণে সোমবার গোলকিপার কোচ, বাস্তব রায়দের তত্ত্বাবধানেই শুরু হয়ে গে কামিন্স, ম্যাকলরেনদের প্রস্তুতি।
কিন্তু প্রশ্ন উঠছে দিমিত্রি পেত্রাতস(Dimitri Petratos) কেন এলেন না। অ্যালবার্তো রডরিগেজও আসতে পারেননি। তিনি অবশ্য বিমান ধরতে পারেননি। এছাড়া পরের বিমান লেট। সেই কারণেই তাঁর আসতে দেরী হবে। কিন্তু দিমির দেরীর জন্য কোনও ব্যখ্যা এখনও পর্যন্ত দিতে পারেনি মোহনবাগান ম্যানেজমেন্ট। তবে এটুকু জানানো হয়েছে আগামী ৩ ডিসেম্বর থেকে নাকি প্রস্তুতিতে নামবেন দিমিত্রি পেত্রাতস।
এবার কোচ বদল হওয়ার পর থেকেই যে ফুটবলারকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছিল, তিনি হলেন জেসন কামিন্স। শোনাযাচ্ছিল তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে কামিন্স এদিন প্রস্তুতিতে নামলেই, সমর্থকদের গলা থেকে ফের বেড়িয়ে এল সেই চেনা আরামসে স্লোগান। ম্যাকলরেন, অ্যালবার্তোদের নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
আপাতত প্রথম কয়েকদিন হাল্কা প্রস্তুতিতেই থাকবেন মোহনবাগান ফুটবলাররা। লোবেরা যোগ দেওয়ার পরই শুরু হবে জোরকদমে অনুশীলন।







