শুভমন গিলকে(Shubman Gill) নিয়ে আশার আলো। টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের ভারতীয় দলে ফিরতে পারেন শুভমন গিল। সোমবারই বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিলেন ভারতের টেস্ট ও ওডিআই দলের অধিনায়ক শুভমন গিল(Shubman Gill)। এদিন থেকেই বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে রিহ্যাব শুরু করে দিয়েছেন ভারতীয় ওডিআই ও টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে দক্ষিণ আফ্রিকার(South Africa) বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ দিয়েই ফের ভারতীয় দলের(India Team) জার্সিতে নামতে চলছেন শুভমন গিল।
ইডেন টেস্টের দ্বিতীয় দিনই ঘাঁড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন শুভমন গিল(Shubman Gill)। এরপর থেকেই আর মাঠে ফিরতে পারেননি তিনি। একদিন টানা হাসপাতালেও কাটাতে হয়েছিল ভারতীয় দলের তরুণ অধিনায়ককে। তবে এখন অনেকটাই সুস্থ রয়েছেন। এমনকি টানা বিমানে চলালও করেছেন। সেখানেও তাঁর চোট নিয়ে কোনওরকম সমস্যা দেখা দেয়নি।
এটাই যেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খানিকটা স্বস্তি দিচ্ছে। তবে এখনও বেশ কিছু পরীক্ষা নীরিক্ষা বাকি রয়েছে শুভমন গিলের। সোমবারই চন্ডীগড় থেকে সরাসরি বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সিলেন্সে যোগ দিয়েছেন শুভমন গিল। শোনাযাচ্ছে এদিন থেকেই নাকি তাঁর রিহ্যাবও জোরকদমে শুরু হয়ে গিয়েছে।
ঘাঁড়ের চোটের জন্য শুধুমাত্র টেস্টই নয়, ওডিআই দলের হয়েও খেলতে পারছেন না শুভমন গিল। তবে সেন্টার অব এক্সিলেন্সের চিকিৎসকরা মনে করছেন বিমান যাত্রার সময় যখন তাঁর কোনওরকম সমস্যা হয়নি, সেক্ষেত্রে সেরে উঠতে খুব একটা বেশি সময় লাগবে না শুভমন গিলের।







