বিশ্ব এইডস(HIV) দিবসে সুখবর ভারতের। একসময় যে দেশকে বিশ্ব এইডসের(HIV) রাজধানী বলা হত, সেখানেই শেষ ১৪ বছরে অর্ধেকেরও বেশি সংক্রমণের হার কমে গিয়েছে। একইসঙ্গে মৃত্যু হার কমেছে প্রায় ৮১ শতাংশ। পয়লা ডিসেম্বরই কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রকের(Central Heal Ministry) তরফে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে ২০১০ থেকে ২০১৮ সালের মধ্যে রেকর্ড পরিমান দেশে এইচআইভি(HIV) সংক্রমণের সংখ্যা কমেছে। একইসঙ্গে মৃত্যু হারও হ্রাস পেয়েছে দেশে।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ব্যাপক প্রচারের পাশাপাশি গর্ভবতী মহিলাদের বর্ধিত স্ক্রিনিং এবং আগে চিকিৎসা শুরু ফলে নিয়ন্ত্রণে আনা গিয়েছে এইডসের মতো মারণ ব্যাধি। ২০২০-২১ সালে যেখানে এইচআইভি পরীক্ষা হয়েছিল ৪১.৩ মিলিয়ন সেটাই ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৬৬.২ মিলিয়ন। যার জেরে বেড়েছে প্রাথমিক রোগ নির্ণয়। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) বেড়েছে ব্যাপকভাবে। এই সময়ে চিকিৎসাধীন মানুষের সংখ্যা ১.৪৯ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৮৬ মিলিয়ন। যার জেরেই গত ১৪ বছরে আক্রান্তের হার আগের চেয়ে ৪৯ শতাংশ কমেছে। মৃত্যুহারও হ্রাস পেয়েছে ৮১ শতাংশ। মা ও শিশুদের সংক্রমণের হার ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।
এইচআইভি(HIV) হল এমন একটি ভাইরাস যা মানুষের শরীরে প্রবেশ করলে সরাসরি তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। এরফলে আক্রান্ত ব্যক্তির ইমিউনিটে ক্রমশই কমতে থাকে। সামান্য অসুখও বড়সড় আকার ধারণ করতে পারে। দীর্ঘদিন ধরেই এই রোগ প্রতিরোধের ওষুধ আবিস্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত অবশ্য সাফল্য দেখতে পায়নি তারা।







