শেষপর্যন্ত হচ্ছে না আইএসএল(ISL)। না ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ হবে, কিন্তু আইএসএল নাম বদলে যেতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী দেশের সর্বোচ্চ লিগের নাম এই মরসুমে আর থাকবে না আইএসএল(ISL)। যদিও কোন নামে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে আগামী ৮ জানুয়ারি থেকেই যে মোহনবাগান(MBSG), ইস্টবেঙ্গল(Eastbengal) সহ দেশের বাকি ফ্র্যাঞ্চাইজি গুলো মাঠে নেমে পড়তে চলেছে।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হস্তক্ষেপেই শেষপর্যন্ত দেশের সর্বোচ্চ লিগ হওয়া নিয়ে আশার আলো দেখা গিয়েছিল। আগামী ৮ ডিসেম্বরই সবকিছু চূড়ান্তভাবে ঘোষণা করে দেবে ফেডারেশন। কিন্তু আইএসএলের(ISL) নাম কেন বদলে যাচ্ছে এই মরসুমে। অন্য নামেই বা কেন হবে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। শোনাযাচ্ছে শেষপর্যন্ত নাকি এফএসডিএল থাকছে না এই মরসুমে। তাদের দেওয়া শর্ত নাকি এখনও পর্যন্ত ফেডারেশন(AIFF) মানেনি। আর সেই কারণেই এই মরসুমে সম্ভবত থাকছে না এফএসডিএল(FSDL)।
তবে কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপে এই মরসুমে দেশের সর্বোচ্চ লিগ হচ্ছে। খুব সম্ভবত এবার হয়ত সেই লিগের সম্প্রচারও হতে পারে দূরদর্শনে। কেন্দ্রীয় মন্ত্রকের হস্তক্ষেপে ফেডারেশনের খসরা নাকি ইতিমধ্যে তৈরিও হয়ে গিয়েছে। আগামী ৮ ডিসেম্বর তা কোর্টের সামনে রাখা হবে। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আগামী ৮ জানুয়ারী থেকে শুরু হতে চলেছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। এখন শুধুই চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন সকলে।







