ব্রিটিশ ঔপনিবেশিকতার ছাপ মুছে ফেলার পথে বাংলার রাজ্যপাল(Govorner)। বদলে গেল রাজভবনের নাম। এখন থেকে রাজভবনের নতুন নাম হল লোকভবন(Lokbhavan)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের(CV Anand Bose) আবেদনা সায় দিয়ে নাম বদলে অনুমোদন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ব্রিটিশদের দেওয়া নামই ছিল এই রাজভবন(Rajbhavan)। স্বাধীন ভারতে সেই ব্রিটিশদের ছোঁয়া মুছতেই এই পদক্ষেপ। এদিন থেকে সোশ্যাল মিডিয়াতেও রাজভবনের নাম লোকভবন করে দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, বাংলার কলকাতা(Kolkata) ও দার্জিলিংয়ের রাজভবনের নাম ফলক বদলে ফেলা হয়েছে। বদলেছে লেটারহেডও। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত পোস্টের পরই কলকাতার রাস্তায় নেমে আমজনতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল বোস। চা খান মাটির ভাঁড়ে। মেতে ওঠেন খুদেদের সঙ্গে।
HG unveils LOK BHAVAN in front of North Gate pic.twitter.com/V9Up9hNGd0
— Lok Bhavan, Kolkata, Social Media (@BengalGovernor) November 29, 2025
শনিবার কচিকাচাদের নিয়েই রাজভবনের নতুন নাম উন্মোচন করেন সিভি আনন্দ বোস(CV Anand Bose)। জানা গিয়েছে ব্রিটিশদের এই নাম বদলের জন্য নাকি আগেই তিনি আবেদন করেছিলেন। তাঁর মতে রাজভবন মানুষের। সেই কারণে এমন একটা নাম হোক যা মানুষের আরও অনেক কাছাকাছি থাকবে। সেই কথা মাথায় রেখেই বেছে নেওয়া হয়েছে লোকভবনের নাম।
কলকাতার রাজভবনের পাশাপাশি বদলে গিয়েছে দার্জিলিংয়েরও রাজভবনের নাম। বদলে ফেলা হয়েছে লেটারহেডের নামও।







