বিশ্বকাপ(Womens World Cup) জিতে ফেরার পর থেকেই সংবর্ধনায় হাত ভরে চলেছে রিচা ঘোষের(Richa Ghosh)। হবে নাই বা কেন, প্রথম বাঙালি হিসাবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন উত্তরবঙ্গের রিচা। তাঁকেই এবার সংবর্ধিত করলেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। শনিবার রিচার বাড়িতে তাঁকে সংবর্ধনা দিলেন শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)। তুলে দিলেন স্মারক সহ আরও বেশ কিছু নানান উপহারও। শুভেন্দুর সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা(Raju Bista), বিধায়ক শংকর ঘোষ(Shankar Ghosh) সহ অন্যান্য নেতৃবৃন্দ।
দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠেই প্রথম ওডিআই বিশ্বকাপ জিতেছে ভারত। হরমনপ্রীত, স্মৃতি মন্ধনা, রিচা ঘোষদের(Rich Ghosh) হাত ধরে নতুন এক ইতিহাস তৈরি করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেই চ্যাম্পিয়ন হওয়ার পথেই ভারতের অন্যতম প্রধান কাণ্ডারী ছিলেন রিচা ঘোষ(Richa Ghosh)। বিশেষ করে ফাইনালের মঞ্চে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স ভারতের রান ২৯২-এ পৌঁছতে সাহায্য করেছিল।
একইসঙ্গে উইকেটের পিছনেও তিনি ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শহরে ফেরার পর থেকেই সংবর্ধনা পেয়ে চলেছেন রিচা ঘোষ। সিএবির তরফ থেকে তাঁকে তুলে দেওয়া হয়েছিল সোনার ব্যাট ও বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সোনার চেন। ফাইনালে তাঁর ৩৪ রান করার জন্য সিএবি দিয়েছিল ৩৪ লক্ষ টাকা।
এবার সেই রিচাকেই সংবর্ধনা দেওয়া হল রাজ্য বিজেপির তরফ থেকে। শিলিগুড়িতে তাঁর বাড়িতে গিয়েই সেই সংবর্ধনা তুলে দিলেন খোদ শুভেন্দু অধিকারি(Suvendu Adhikari)।







