ডায়মন্ডহারবারের সরিষায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির(BJP) প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। সুকান্তর(Sukanta Majumdar) সামনেই উঠল এবার দিলীপ ঘোষের নামে স্লোগান। বিক্ষোভে ফেটে পড়ল বিজেপিরই একদল সমর্থক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই চিত্র যে খানিকটা হলেও বিজেপির বিরম্বনা বাড়াল তা বলার অপেক্ষা রাখে না।
সরিষায় কয়েকদিন আগে আক্রান্ত বিজেপি(BJP) কর্মীদের দেখতে গিয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। সেখানেই তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিজেপিরই একদল সমর্থক। বিজেপির এই গোষ্ঠী কোন্দল সামনে আসতেই কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল নেতৃত্বও। তাদের সাফ বক্তব্য বাংলাকে যেভাবে কেন্দ্রের বিজেপি(BJP) সরকার অসম্মান করছে, বাংলার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, দলের একাংশ তা কোনওভাবেই মানতে পারছে না। তাই এই বিক্ষোভ।
যদিও বিজেপির বঙ্গ নেতৃত্ব এই বিক্ষোভকে একেবারেই বাড়তি আমল দিতে নারাজ। তাদের আবার বক্তব্য যে যারা এই বিক্ষোভ দেখিয়েছিল তারা নাকি কেউই বিজেপির সমর্থক নয়। একইসঙ্গে আবার প্রশ্ন উঠছে যে হঠাৎ করে সুকান্তর সামনে দিলীপ ঘোষের নামেই বা কেন বিক্ষোভ দেখিয়ে স্লোগান দেওয়া হচ্ছে। তবে কী বিজেপির অন্দরেও গোষ্ঠী কোন্দল চলছে জোরকদমে।
যদিও বিজেপির বক্তব্য অনুযায়ী যারা এই বিক্ষোভ দেখাচ্ছে তারা নাকি কেউই বিজেপির সমর্থক নয়। যদিও রাজনৈতিক মহলের কাছে বিধানসভা নির্বাচনের আগে এই কোন্দলের দৃশ্য নাকি বেশ তাৎপর্যপূর্ণ।







