কয়েকমাস আগেই যে আইসিকে কটুক্তি করার অডিও অনুব্রত মণ্ডলের(Anubrata Mondal) ভাইরাল হয়েছিল, সেই আইসিকেই(IC) এবার সরানো হল বোলপুর(Bolpur) থেকে। তবে শুধুমাত্র তাঁকে নয়, রাজ্যে পুলিশের পদে বড়সড় রদবদল ঘটানো হল এবার। ১৬৮ জন পুলিশ কর্তাকে বদল করা হয়েছে। সেই তালিকাতেই নাম রয়েছে বোলপুর থানার আইসি লিটন দাসের(Liton Das)। বোলপুর থেকে জলপাইগুড়িতে বদল করা হয়েছে তাঁকে।
বেশ কয়েকমাস আগেই হঠাৎ করে খবরের শিরোনামে চলে এসেছিলেন অনুব্রুত মণ্ডল(Anubrata Mondal)। তাঁর গালি গালাজ দেওয়া একটি অডিও ভাইরাল হয়েছিল। সেখানেই শোনা গিয়েছিল যে বোলপুর থানার আইসি লিটন দাসকে(Liton Das) উদ্দেশ্য করে নানা খারাপ মন্তব্য করছিলেন অনুব্রত মণ্ডল। সেই ঘটনা বঙ্গ রাজনীতি মহলে বেশ হৈচৈ ফেলে দিয়েছিল। এবার সেই লিটন দাসই(Liton Das) বদলি হয়ে গেল। তবে তাঁর জায়গায় বোলপুরের নতুন আইসি হয়ে কে আসছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি।
বুধবার রাতে রাজ্য পুলিশের তরফ থেকে এক তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ঝাড়গ্রাম থেকে বোলপুর সহ বিভিন্ন জায়গায় পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে। সেই তালিকাতে একসময় চর্চায় থাকা লিটন দাসের নামও রয়েছে।
এটা দেখার পর থেকেই যে বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।







