জামিন বাতিল হয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee)! তেমনই হুঁশিয়ারি তাঁকে দিল ব্যাঙ্কশাল আদালত। প্রাথমিকে শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে জেল হেফাজতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। দীর্ঘদিন জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে সেটাও পেয়েছেন শর্ত সাপেক্ষে। তিনি জামন পেলেও কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছে যে নিম্ন আদালতের নির্ধারিত দিনে তাদের হাজিরা দিতে হবে।
সেই মতোই বুধবার বেঙ্কশাল কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের(Partha Chatterjee) হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেই শর্ত মতো তিনি হাজিরা দেননি। তাঁর পাশাপাশি অন্যান্য কয়েকজন অভিযুক্তও এদিন হাদিরা দেননি। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবির তরফে জানানো হয় যে তিনি নাকি অসুস্থ। আর সেই কারণেই হাজিরা দিতে পারছেন না।
এমন আচরণেই এবার ক্ষুব্ধ ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। তাঁর সাফ বার্তা শর্তসাপেক্ষে জামিনের শর্ত না মানলে ফের জামিন বাতিল করার এক্তিয়ার কোর্টের রয়েছে। হাজিরা এড়িয়ে গেলেও এদিন আদালতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাসপোর্ট জমা দেন তাঁর আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পাসপোর্ট জমা দেওয়া হয় আদালতে।







