যুবতীকে ধর্ষণের মামলায় (rape case) অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের (Trinamool Congress Councilor) জামিনের আবেদন খারিজ করল সিউড়ি জেলা জজ কোর্ট (Suri District Judge Court)। অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নাম প্রিয়নাথ সাউ (Priyanath Shaw)। তিনি বীরভূমের রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।
গত ২৯ অক্টোবর বীরভূমের রামপুরহাট থানায় প্রিয়নাথ সাউ-এর বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন এক যুবতী। তারপর থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি রামপুরহাট থানার পুলিশ। এরপর জামিন চেয়ে গত ৩ নভেম্বর সিউড়ির জেলা জজ কোর্টে আবেদন করে অভিযুক্ত কাউন্সিলর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর হেয়ারিং ছিল। কিন্তু ১৩ নভেম্বর অভিযুক্তের আইনজীবী আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন। আজ সেই মামলার হেয়ারিং ছিল। মামলায় অভিযুক্ত কাউন্সিলর প্রিয়নাথ সাউ-এর জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক।
এদিকে যুবতীর অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলর প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমনকী তাঁকে নাকি হুমকিও দিচ্ছেন। অথচ রামপুরহাট থানার পুলিশ বা তদন্তকারী আধিকারিক তাকে খুঁজে পাচ্ছেন না। শাসক দলের প্রভাবশালী কাউন্সিলর হওয়ায় তাকে গ্রেফতার করতে পারছে না রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওই যুবতী।







