আর কয়েকদিন পরই ৯০ তম জন্মদিন। কিন্তু তার আগেই থেমে গেল “বীরু”। বসন্তীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে এবার না ফেরার দেশে পাড়ি দিলেন বলিউডের “ইয়ামলা পাগলা দিওয়ানা”। ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে প্রয়াত হলেন বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্র(Dharmendra)। তাঁর প্রয়ানে শোকের ছায়া ভারতীয় সিনেমা জগতে। কারোর বন্ধু তো কারোর আবার মেন্টর। বীরুকে শেষযাত্রায় দেখতে উপস্থিত জয়ও। ধর্মেন্দ্রকে(Dharmendra) শেষ বিদায় জানাল গোটা বলিউড।
গোটা ভারতবর্ষে ধর্মেন্দ্র সিং দেওলের(Dharmendra) ভক্তের সংখ্যা অগুন্তী। তাঁর রোমান্টিক সিনেমা থেকে অ্যাকশন হিরো হিসাবে প্রতিটি সিনেমাই জায়গা করে নিয়েছে ভারতীয় সিনেমা প্রেমিকদের মনে। তবে প্রতিটা ভারতবাসীর কাছে আজও তিনি সবচেয় প্রিয় শোলের বীরু হয়েই। তাঁর প্রতিটা ডায়লগ এখনও ঘোরে প্রতিটা প্রজন্মের সিনে প্রেমিদের মুখে মুখে। সেই মহা নক্ষত্রেরই এবর পতন হল। চলে গেলেন না ফেরার দেশে।
গত অক্টোরের শেষেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র(Dharmendra)। সেই সময়ই বিভিন্ন মাধ্যমে রটে গিয়েছিল তাঁর প্রয়াত হওয়ার খবর। যদিও সেই সময় সেই রটনা মিথ্যা বলে জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মেন্দ্র পরিবারের তরফে। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন বলিউডের কিংবদন্তী।
এই সোমবারই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে সকলেই শোকাচ্ছন্ন। ২০২৪ সালে শেষ সিনেমায় দেখা গিয়েছিল ধর্মেন্দ্রকে। এছাড়াও আগামী ২৫ ডিসেম্বর আরও একট সিনেমা রিলিজ হবে ধর্মেন্দ্রর।
এছাড়া তাঁর কেরিয়ারে রয়েছে ৩০০টিরও বেশি সিনেমা। বহু সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেই তালিকায় শোলে যে ধর্মেন্দ্র সিনেমার কেরিয়ারের আলাদাই জায়গায় রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই ধর্মেন্দ্রই এবার চলে গেলেন চির নিদ্রায়।
তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন স্ত্রী হেমা মালিনি। মৃত্যুকালে রেখে গেলেন ছয় সন্তানকে। তারাও সিনেমা জগতের উল্লেখযোগ্য নাম। সানি দেওল, ববি দেওলরা যেমন উজ্জবল নক্ষত্র। তেমনই একসময় অভিনয়ে ছাপ ফেলেছিলেন তাঁরই কন্যা এষা দেওলও।







