এসআইআর(SIR) নিয়ে নির্বাচনের আগে ক্রমশই চড়ছে পারদ। এবার মমতার চিঠির পাল্টা দিলেন খোদ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ(Amit Shah)। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নাম না করেই এবার তাঁকে জবাবটা দিয়ে দিলেন অমিত শাহ(Amit Shah)। এসআইআর বন্ধের যে কোনওরকম সম্ভাবনা নেই তাও কার্যত পরিস্কার করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর সাফ জবাব শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য নয়, জনগণের শুদ্ধিকরণের জন্যও নাকি অত্যন্ত প্রয়োজন এই এসআইআর(SIR)।
এই মুহূর্তে বাংলা সহ ১২টি রাজ্যে চলছে এই এসআইআর প্রক্রিয়া। তবে কেন্দ্র বিরোধী রাজ্য গুলি প্রথম থেকেই এই ব্যবস্থার ঘোর বিরোধী। গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে রাজ্যেও এসআইআর প্রক্রিয়া। গত বৃহস্পতিবারই তিনি বিএলও-দের অত্যাধিক কাজের চাপ ও মানুষের সমস্যার কথা বলে এসআইআর বন্ধ করার দাবী জানিয়ে চিঠি দিয়েছিলেন।
শুক্রবার সোশ্যাল মিডিয়াতে তারই যেন পাল্টা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি সোশ্যাল মিডিয়াতে জানান, ‘ভারতে অনুপ্রবেশ রুখে দেওয়াটা শুধু জাতীয় সুরক্ষার জন্য নয়, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে দূষিত হওয়া থেকে বাঁচানোর জন্যও অনুপ্রবেশ রোখাটা জরুরি। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু রাজনৈতিক দল এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য যাত্রা বের করছে। কিছু রাজনৈতিক দল নির্বাচন কমিশন যে শুদ্ধিকরণের কাজ করছে, সেটার বিরোধিতা করছে।”







