দুবাইয়ের(Dubai) মাটিতে আছড়ে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজস(Tejas)। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দুবাইয়ে আন্তর্জাতিক এয়ার শো-তে যোগ দিয়েছিল ভারতও। সেখানেই বিমান শো(Air Show) চলাকালীন হঠাৎই ভারতের তেজস বিমান মাটিতে আছড়ে পড়ে। যার ভয়াবহ আগু দেখে কার্যত আঁতকে উঠেছেন সকলে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বিমানের পাইলটও। এই ভয়ঙ্কর ঘটনাই এখন ঘুরছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।
এমন একটা দুর্ঘটনার পরই ভারতীয় বায়ু সেনার তরফে বিবৃতি জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে যে দুবাইয়ে এয়ার শো চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে তেজস(Tejas) যুদ্ধ বিমান। সেখানেই গুরুতর আহত হয়ে শেষপর্যন্ত প্রাণ হারিয়েছেন বিমানের পাইলট। পাইলটের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে ভারতীয় বায়ু সেনা।
কিন্তু এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এয়ার শো-তে অংশগ্রন করেছিল। সেখানে কেমনভাবে এই ঘটনা ঘটল। ইতিমধ্যেই অবশ্য এই ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।
গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দুবাইয়ে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক এই এয়ার শো। যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০টির বেশি বায়ুসেনার বিমান অংশগ্রহণ করে। এই তালিকায় ছিল হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি তেজস যুদ্ধবিমান। মাঝআকাশে রণকৌশল দেখানোর সময় হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বিমানটি। কয়েক সেকেন্ডের মধ্যে মুখ থুবড়ে সোজা মাটিতে আছড়ে পড়ে বিমানটি। ব্যাপক বিস্ফোরণের সঙ্গে গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। শেষ মুহূর্তে পাইলট বিমান থেকে বের হতে পারেননি বলে জানা গিয়েছে।







