এসআইআরের(SIR) শুরু থেকেই বিরোধিতা করে এসেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার রাজ্যে এসআইআর(SIR) বন্ধ করার কতা বলে নির্বাচন কমিশনকে সরাসরি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বিশেষ করে এই মুহূর্তে বিএলও-দের(BLO) যে পরিস্থিতি হয়েছে, সেই কথা উল্লেখ করেই নির্বাচন কমিশনকে কার্যত একহাত নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী(Mamata Banerjee)। এবার যে এসআইআর নিয়ে লড়াইটা একেবারে চরমে পৌঁছেছে তা বলার অপেক্ষা রাখে না।
গত ৪ নভেম্বর থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর(SIR)। এই মুহূর্তে এনুরমারেশন ফর্ম দেওয়ার কাজ প্রায় শেষের পথে। কয়েকদিন পর থেকেই শুরু হবে ফর্ম জমা নেওয়ার কাজ। তারপর বিএলও দেরই কেই কাগজ তুলে দিতে হবে নির্বাচন কমিশনেক পোর্টালে। এই মুহূর্তে এই কাজ নিয়েই বারবার অভিযোগ তুলেছিলেন বিএলওরা(BLO)।
প্রতিদিনই প্রায় কোনও না কোনও জায়গায় বিক্ষোভ করতে দেখা গিয়েছে বিএলও-দের। এমনকি কয়েকদিন আগে এই কাজের চাপে এওকজন মহিলা বিএলও-র আত্মহত্যার কথাও সামনে এসেছিল। এমন পরিস্থিতিতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরহ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতার সিইও দপ্তর ভয় দেখাচ্ছে, বলেই অভিযোগ শানিয়েছেন তিনি।
বিএলও-দের কথা বিবেচনা করেই এই মুহূর্তে এসআইআর থামানোর কথা বলে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছেন প্রবল চাপের মধ্যে যেভাবে বিএলও-দের কাজ করতে হচ্ছে, তাতে ৪ ডিসেম্বরের মধ্যে সকলের পক্ষে ভোটারদের ফর্ম আপলোড করা সম্ভব কিনা। এমন পরিস্থিতিতে অসম্পূর্ণ ফর্মও তোলা হতে পারে বলে আশঙ্কা করছেন মমতা।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া স্থগিত করার কথাও বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো।







