এসআইআরের(SIR) জন্য কোনওরকম ওটিপি পাঠানো হচ্ছে না। মঙ্গলবার সরকারীভাবে জানিয়ে দেওয়া হল নির্বাচনী কমিশনের(Election Comission) তরফে। এই মাসেই রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। এই নিয়ে সকলের মনে নানান প্রশ্ন। এই পরিস্থিতিতেই আরও এক সমস্যা দেখা দিয়েছিল। হঠাৎ করেই এসআইআরের(SIR) জন্য কমিশনের তরফ থেকে নাকি ফোন করে ওটিপি(OTP) চাওয়ার অভিযোগ উঠতে থাকে। এসআইআরের জন্য যে কোনওরক কোনও ওটিপি নির্বাচন কমিশনের তরফে চাওয়া হচ্ছে না সেই কথা স্পষ্ট করে জানিয়ে দিল নির্বাচন কমিশন।
মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নির্বাচন কমিশনের(Election Comission) তরফে। সেখানে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআরের(SIR) জন্য কোনওরকম ওটিপি কিছু চাওয়া হচ্ছে না। কয়েকদিন ধরেই বেশ কয়েকটি জায়গা থেকে এসআইআরের নাম করে ওটিপি চাওয়ার একটা অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা যে নির্বাচন কমিশনের তরফে একেবারেই হচ্ছে না তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও অসাধু সংস্থাই যে নির্বাচন কমিশন এবং এসআইআরের নাম করে জালিয়াতি করার ফাঁদ পেতেছে তাও বেশ স্পষ্ট।
এদিন নির্বাচন কমিশনেক তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, ‘‘সবার অবগতির জন্য জানানো হচ্ছে, ভারতের নির্বাচন কমিশন বা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ের তরফে কোনও ওটিপি চাওয়া হচ্ছে না। স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা ভোটার তালিকা সংশোধন সম্পর্কিত কোনও কাজের জন্য কোনও মোবাইল নম্বরে কোনও ওটিপি চাইবে না ৷’’
গত ৪ নভেম্বর থেকে শুরু হয়েছে এসআইআর(SIR) প্রক্রিয়া। ফর্ম বিলি করার কাজ প্রায় শেষের দিকে। এবার জমা নেওয়ার কাজ শুরু করবেন বিএলও-আধিকারিকরা।







