ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পরই মুখ খুললেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা(Sheikh Hasina)। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে খুনে সরকার বলেই তোপ দেগেছেন তিনি। একইসঙ্গে এই সরকারের এমন কোনও রায় দেওয়ার এক্তিয়ারই নেই বলে সাফ নিজের বিবৃতিতে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা(Sheikh Hasina)। অন্যদিকে শোনা যাচ্ছে এই রায় ঘোষণার পরই নাকি হাসিনাকে চেয়ে ভারতকে চিঠি দিতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেসের(Bangladesh) খুনে সরকারের নির্দেশেই নাকি চলছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইবুনাল। তাঁর মৃত্যু দন্ডের শাস্তি ঘোষণা হতেই এবার সরব হয়েছেন খোদ শেখ হাসিনা। সেইসঙ্গে ভারত আদৌ তাঁকে ছাড়ে কিনা সেদিকেই কিন্তু সকলের নজর রয়েছে।
শেখ হাসিনা জানিয়েছেন, “জনমত ছাড়াই গঠিত হওয়া সরকার এই ট্রাইবুনাল গঠন করেছে। তাই এই আদালতের কোনও বৈধতা নেই। যেভাবে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেটা আসলে ইউনুস সরকারের মৌলবাদীদের খুনে মানসিকতার বহিঃপ্রকাশ। আসলে তাদের উদ্দেশ্য ছিল আওয়ামি লিগকে বলির পাঁঠা করে বাংলাদেশের বর্তমান সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়া। এই রায় পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত”।







