এসআইআর(SIR) নিয়ে এবার রাজ্যপালের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল(TMC) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। কটুক্তির সুরে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে(CV Anand Bose) বিজেপির চাকরবাকর বলেন কল্যাণ। আর তাতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তোলপাড়। এদিন একটি অনুষ্ঠানে গিয়ে বিহারের পাশাপাশি এই রাজ্যেও এসআইআরের গুরুত্ব কতটা তার পক্ষেই কথা বলেন রাজ্যপাল। সেই মন্তব্য শোনার পরই তাঁর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)।
এসআইআর(SIR) পরবর্তী বিহারেই প্রথম বিধানসভা নির্বাচন হয়েছিল। সেখানেই সমস্ত হিসাব নিকাশকে একেবারে ভুল প্রমাণ করে কার্যত ইতিহাস তৈরি করেছে এনডিএ জোট। ২০০ টিরও বেশি আসন নিয়ে বিহারে ক্ষমতায় এসেছে বিজেপি ও জেডিইউ জোট। এরপর থেকেই বাংলাতেও বিজেপি নেতৃত্ব এসআইআর নিয়ে নানান কথাবর্তা বলতে শুরু করে দিয়েছে।
সেই পরিস্থিতিতেই রাজ্যপালের মন্তব্যের পাল্টা দিয়েছেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়(Kalyan Banerjee)। এক অনুষ্ঠানে গিয়ে রাজ্যপাল বলেছিলেন যে এসআইআর নাকি একটি সুস্ঠু মাধ্যম এবং সেটা বিহারেই নাকি প্রমাণ হয়েছে। শুধুমাত্র তাই নয় ভোট ব্যালটে হওয়া উচিৎ, বুলেটে নয়। সিভি আনন্দ বোসের এমন মন্তব্যের পরই পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ(TMC) কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
কল্যাণের মন্তব্য, “রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যেন না রাখেন। রাজভবনে অপরাধীদের রাখছেন আর একটা করে বন্দুক দিচ্ছেন এবং বোলা দিচ্ছেন। বলছেন মেরে এসো তৃণমূলের লোকেদের। এসব আগে বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন ভালো জিনিস পশ্চিমবঙ্গে হবে না”।
রাজ্যপালের মন্তব্য এবং তার পাল্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জেরে ফের একবার তোলপাড় রাজ্য রাজনীতিতে।







