প্রকাশিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের(WBBME) অধীনস্থ ফাজিলের (উচ্চমাধ্যমিক স্তরের) রেজাল্ট (HS Results2025)। পরীক্ষা শেষের ১৫ দিনের মাথায় ফল প্রকাশ(working days)। গত ১৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত পরীক্ষা হয়েছিল।
বুধবার মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন সাংবাদিক সম্মেলন করে এবছরের ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মতন মাদ্রাসা শিক্ষা পর্ষদ এবছর সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে। যেখানে গতবারের তুলনায় পরীক্ষা ও পাশের হার সামান্য বেড়েছে।
৭৭টি মাদ্রাসা ৩৮টি সেন্টারে পরীক্ষা হয়েছিল। এনরোলমেন্ট পরীক্ষার্থীর সংখ্যা ৬৩৭২। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫,৮৯৪। তার মধ্যে পাশ করেছে ৫,৫০৪ জন। মোট ৯৩.৩৮%। যা গতবারে তুলনায় ০.১২% বেড়েছে।
এবছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৫.০৬ শতাংশ। ছাত্রদের মধ্যে পরীক্ষায় বসেছে ৩২৫১ জন। পাশ করেছে ৩,১২৩ জন। পাশের হার ছাত্রদের ৯৬.০৬%। ছাত্রীদের মধ্যে পরীক্ষায় বসেছে ২,৬৪৩ জন। পাশ করেছে ২,৩৮১ জন। পাশের হার ৯০.০৯%।
মোট ছাত্র-ছাত্রী ফেল করেছে ৮৪০ জন। ৬টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট ২৪০ নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল। ৪৭৮ জন পরীক্ষার্থী যারা এ বছর পরীক্ষায় বসেনি, তারা চতুর্থ সেমিস্টারে যা ২৯ জানুয়ারি থেকে শুরু হবে, সেই পরীক্ষায় বসার সুযোগ পাবে। পাশাপাশি সেই দিনই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে পারবে। মেধাতালিকায় স্থান করে নিয়েছে ১৭ জন। তার মধ্যে একজন ছাত্রী রয়েছে দশম স্থানে।
প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার হোসেন নগর দারুল ওলুম সিনিয়র মাদ্রাসা স্কুলের ছাত্র কামরান। তার প্রাপ্ত নম্বর ২২৪। দ্বিতীয় হয়েছে ২ জন। দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি থেকে। ২২২ নম্বর পেয়েছে দক্ষিণ ২৪ পরগনার খেড়িয়া সিদ্দিকুইয়া সিনিয়র মাদ্রাসার স্কুলের রিহান পিয়াদা ও হুগলির তিন নগর নববিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলের মির্জা মহম্মদ আলাউদ্দিন।
২২১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে দুজন। হুগলি ও মুর্শিদাবাদ জেলা থেকে। হুগলি জেলার ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলের শেখ শাহিম আলি ও মুর্শিদাবাদ জেলার পন্ডিতপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা স্কুলের মুরসেলিম।
একজন ছাত্রী যিনি প্রথম স্থান অধিকার করেছেন। মেধা তালিকায় দশ নম্বরে রয়েছে তার নাম। উত্তর ২৪ পরগনা বনগাঁ হজরাত পীর আবু বকর দারুন উলুম সিনিয়র মাদ্রাসা স্কুলের ছাত্রী আফরিন মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ২১৪।
জেলা ভিত্তিক ফলাফলের জলপাইগুড়ি ও কোচবিহার যুগ্মভাবে ১০০% পাশ করে প্রথম স্থানে আছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে হুগলি (৯৭.৭২%)। এখান থেকে মেধা তালিকায় রয়েছে আটজন। তৃতীয় স্থানে রয়েছে বাঁকুড়া। পাশ করেছে ৯৬.৬৭ শতাংশ। ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসা থেকে এবার মোট আটজন মেধাতালিকায় স্থান দখল করেছে।







