চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাতের মৃত্যুর(New Born Baby Death) অভিযোগে উত্তাল সিউড়ির সদর হাসপাতাল(Siuri General Hospital)। বীরভূমের(Birbhum) সিউরি সদর হাসপাতালে এক সদ্যজাতের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অভিযোগ উঠেছে হাসপাতাল এবং চিকিৎসকদের গাফিলতিতেই নাকি মৃত্যু হয়েছে এই নবজাতকের। সদ্যজাতের মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালেই বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা থেকে স্থানীয়রা। তাদের অভিযোগ একটাই বারবার বলা সত্ত্বেও নাকি সেই সদ্যজাতের চিকিৎসার কোনওরকম ব্যবস্থা করেনি হাসপাতাল ও চিকিৎসকরা।
যদিও বিক্ষোভ দেখালে পাল্টা হাসপাতাল এবং চিকিৎসকদের তরফেও পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠে এসেছে। ইতিমধ্যেই সুপারের তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। কেন এমনটা হয়েছে সেটাই দেখা হচ্ছে।
জানা গিয়েছে, সিউড়ির(Siuri) বাঁশঝোড় গ্রামের এক মহিলা চার দিন আগে ওই হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই শিশুটি অসুস্থ থাকলেও চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। তাদের দাবি, একাধিকবার চিকিৎসকদের জানানো সত্ত্বেও বারবার বলা হয় শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। কিন্তু আজ হঠাৎই মৃত্যু হয় নবজাতকের।
এরপরই পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন কিছু চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা। এমনকি, গালিগালাজেরও অভিযোগ ওঠে চিকিৎসকদের বিরুদ্ধে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনতা।
ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপার জানিয়েছেন, “ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যু দুঃখজনক, তবে শিশুটিকে বাঁচানো সম্ভব ছিল কি না, তা পরীক্ষা করে দেখা হবে।”
উল্লেখ্য, গত কয়েক মাসে সিউড়ি সদর হাসপাতালে একের পর এক চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছে। পরপর মৃত্যুর ঘটনায় হাসপাতাল ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্থানীয় বাসিন্দারা। ফলে সিউড়ি ও আশপাশের এলাকায় বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ও উদ্বেগ







