আদিবাসি যুবতীকে কুপ্রস্তাব ও কুমন্তব্যের জেরে গ্রেফতার বীরভূমের(Birbhum) তৃণমূল(TMC) নেতার ছেলে। বেশ কয়েকদিন বীরভূমের এই ঘটনা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ছিল। তৃণমূল(TMC) সহ সভাপতির ছেলে গ্রেফতার হওয়ার পরই আবার থানায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্ব। তাদের দাবী ঘটনা ঘটে যাওয়ার এতদিন পর কেন গ্রেফতার। আগেই কেন তৃণমূল(TMC) সহ সভাপতির ছেলে গ্রেফতার হননি, প্রশ্ন তুলছে বিজেপি।
বীরভূমের(Birbhum) রাজনগর(Rajnagar) ব্লক তৃণমূলের সহ সভাপতি রানা প্রতাপ রায়ের(Rana Pratap Roy) ছেলে কৌশিক রায়ের(Kaushik Roy) বিরুদ্ধে বেশ কয়েকদিন আগেই এক আদিবাসী যুবতীকে কু প্রস্তাব দেওয়ার দেওয়ার পাশাপাশি কু মন্তব্য করার অভিযোগ উঠেছিল তৃণমূলের সহ সভাপতি রানা প্রতাব রায়ের ছেলে কৌশিক রায়ের(Kaushik Roy) বিরুদ্ধে। রাজনগর থানায় কয়েকদিন আগে অভিযোগও দায়ের হয়েছিল। এরপর অন্য এক যুবককে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। অবশেষে এবার তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং তৃণমূল নেতা ছেলেকে এতদিন কেন গ্রেপ্তার করা হয়নি এই অভিযোগ তুলে রাজনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্যরা। তারা জানান প্রত্যেককে গ্রেপ্তার না করা হলে বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে আদিবাসীদের এনে রাজনগর থানা ফেরাও করা হবে।







