আবারও খবরের শিরোনামে আরজি কর(RG Kar) হাসপাতাল। রহস্যজনক মৃত্যু আরজি কর(RG Kar) হাসপাতালের চিকিৎসক শুভজিৎ আচার্য(Shubhajit Acharya)। তাঁর মৃত্যুতেই হঠাৎ শোরগোল পড়ে গিয়েছে। আরজি কর মেডিক্যাল হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে নিযুক্ত ছিলেন তিনি। কিন্তু হঠাৎই তাঁর মৃত্যু যেন অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে তাঁর মৃত্যুর আসল কারণ।
জানা গিয়েছে, মৃত চিকিৎসক উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শিশির কুঞ্জের(Shishir Kunj) বাসিন্দা ছিলেন। রবিবার রাতেই তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হার্ট রেট কমানোর জন্য বেশ কয়েকটি ওষুধ খেতেন তিনি। রবিবার রাতে বুকে ব্যথা নিয়ে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
প্রাথমিকভাবে অনুমান, ওষুধের অধিক মাত্রার কারণেই শরীরে বিষক্রিয়া তৈরি হয়। আর তার জেরেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত সঠিক মৃত্যুর কারণ বলা যাবে না। তবে পরিবারের তরফ থেকে বিষক্রিয়ার কারণে যে মৃত্যু তা মানতে রাজি নয়।
এদিন শুভজিৎ আচার্যের(Shubhajit Acharya) কাকা সুভাষচন্দ্র ঘোষ জানান কিভাবে ঘটনাটি ঘটেছে আমরা এখন বুঝতে পারছি না। এরকম একটি ছেলে যেই ঘটনা ঘটতে পারে সেটা আমাদের এখনো বিশ্বাসযোগ্য নয়। যেখানেই সে ডাক্তারি চেম্বার করতো না কেন কোন সমস্যা হতো না। আরজি করে(RG Kar) চাকরি করার সময় একটু ডিউটির চাপ ছিল সেটা কোন ব্যাপারই না। পাশাপাশি তার বাবা শ্যামল কুমার আচার্য জানায় বৌমা এবং ছেলে একই বাড়িতে থাকতো পারিবারিক কোনো সমস্যা ছিল না। আমরা এখনো বুঝে উঠতে পারছি না এরকম ঘটনা কেন ঘটলো। হয়তো মানসিক দিক দিয়ে কোন একটি চাপ ছিল এমনটাই কিন্তু দিন জানান তার বাবা। মৃত চিকিৎসকের দেহ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।







