শোভনের(Sovan Chatterjee) তৃণমূলে ফেরাটা কী এখন শুধুই সময়ের অপেক্ষা! রাজনীতিতে কোনওকিছুই অসম্ভব নয়। তার ওপর সামনে রয়েছে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগেই কি এবার তৃণমূলে(TMC) ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee)। দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে দীর্ঘক্ষণ শোভন চট্টোপাধ্যায়ের রুদ্ধদ্বার বৈঠকের পর তেমনই জল্পনাই তো শুরু হয়েছে। তবে কী কালিপুজোর আগেই শোভনের ঘরে প্রত্যাবর্তন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে পৌঁছেছে।
দুর্গা পুজোর(Durga Puja) আগে তৃণমূলের(TMC) সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) অফিসে গিয়েছিলেন শোভন-বৈশাখি। সেখানেও তাদের মধ্যে দীর্ঘ বৈঠক হয়েছিল। যদিও কী কথা দুজনেপ মধ্যে হয়েছিল তা জানা যায়নি। তবে সেই সময় শোভন চট্টোপাধ্যায়(Sovan Chatterjee) জানিয়েছিলেন যে অভিষেকের সঙ্গে সাক্ষাতে তিনি নাকি মুগ্ধ। এক মাসের মধ্যেই এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শোভন-বৈশাখির।
গত বুধবারই বৈশাখিকে(Baishakhi Banerjee) সঙ্গে নিয়ে নাকি উত্তেরবঙ্গে পৌঁছে গিয়েছিলেন শোভন(Sovan Chatterjee)। শোনাযাচ্ছে সেখানেই নাকি বিকেলের দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে প্রায় দু ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয় শোভন চট্টোপাধ্যায়ের। যদিও সেখানে কী কথা হয়েছে তা নিয়ে মুখ খোলেনি কেউই। তবে তাদের মধ্যে এতক্ষণের বৈঠকে যে রাজনীতি নিয়ে কোনও কথা হয়নি, সেটা কার্যত অসম্ভব। আর তাতেই নির্বাচনের আগে জল্পনা ক্রমশ তুঙ্গে পৌঁছেছে। এই বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন উত্তরবঙ্গ সফর থেকে। তার আগে এই বৈঠক যথেষ্ট ইঙ্গিতবাহী।
অভিষেকের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে শোভনের(Sovan Chatterjee) বৈঠক যে এই মুহূর্তে নির্বাচনী আবহে বেশ ইঙ্গিতবাহী তা বলার অপেক্ষা রাখে না। তবে সমস্ত মান অভিণানের পালা ভুলে ফের একবার তৃণমূলে ফিরতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়।
তৃণমূলে শোভনের ফেরা নিয়ে জল্পনাটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছে। এর আগেও শোভন চট্টোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক চাইলে ফের তৃণমূলের পতাকা হাতে তাঁকে দেখা যেতেই পারে। তবে শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।
২০২৬ সালের নির্বাচন নিয়ে পুজোর আগে থেকেই শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। বিরোধিরাও যেমন ছক কষতে শুরু করেছে। তেমন শাসক দলও নির্বাচনী কৌশল সাজাতে শুরু করে দিয়েছে। শোভনের তৃণমূলে ফেরাটা হয় কিনা সেটাই দেখার এখন।







