মিরিকের(Mirik) পরিস্থিতি পর্যবেক্ষণ করেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার দুর্যোগ কবলিত মিরিকে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানেই তাঁর সঙ্গে ছিলেন জেলা শাসক, জেলা পুলিস সুপার এবং বিভিন্ন দফতরের সচিব ও শীর্ষকর্তারা। তাদের নিয়েই এদিন মিরিক অঞ্চল পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেখানেই ক্ষতিপূরণ সহ চাকরির কথাও ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী।
গত সোমবারই নাগরাকাটায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mmata Banerjee)। সেখানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছিলেন চাকরির নিয়োগপত্র। সেইসঙ্গে ক্ষতিপূরণ হিসাবে আর্থিক সাহায্যের কথাও জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার মিরিক(Mirik) পর্যবেক্ষণ করেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী(Cm Mamata Banerjee)। একইসঙ্গে ঘোষণা করেন যে আপাতত দুধিয়াতে একটি অস্থায়ী সেতুও নির্মান করার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী সাত দিনের মধ্যে সেই কাজও শেষ হয়ে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়েছেন, “আমাদের সিভিল অ্যাডমিন অসাধারণ কাজ করছে। এত তাড়াতাড়ি কেউ কাজ করতে পারবে না। আমাদের অফিসার, আধিকারিক থেকে শ্রমিক সকলে একসঙ্গে কাজ দ্রুত গতিতে কাজ করছেন। স্থানীয় মানুষেরাও পাশে থেকে আমাদের সাহায্য করছেন”।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, “এই বিপর্যয়ে যারা সব হারিয়েছেন, তাদের পাশে সবসময় আমাদের সরকার রয়েছে। কেউ কোনওরকম চিন্তা করবেন না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাত দিনের মধ্যে চাকরির নিয়োগ ও ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। এটা বিশেষ নিয়োগ”।
এছাড়া মিরিকে এই বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সেইসঙ্গে পশুপতি ফাটকের কাছে একটি নতুন পর্যটন কেন্দ্র শুরু করার পাশাপাশি শুটিংয়ের ব্যবস্থা ও হোম স্টের ব্যাবস্থা করারও কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।







