বর্ষার(Rain) বিদায় ঘটলেও ফের বৃষ্টির ভ্রুকটি! অক্টোবরের শেষের দিকে ফের বাংলায়( নিন্মচাপের(Depression) পূর্বাভাস। আর এতেই খানিকটা অস্বস্তি বাড়তে পারে বাঙালির। আগামী ২৫ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। সেই থেকেই বাংলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের(Rain) সম্ভাবনার কথা জানানো হয়েছে আবহাওয়া অফসিরে তরফ থেকে। আর এই খবর যে বাঙালির কাছে খুব একটা ভালো খবর নয় তা বলার অপেক্ষা রাখে না।
সদ্যই বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা(Rain Season)। পুজোর সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেই সময়টা অবশ্য সেভাবে বৃষ্টি হয়নি। পুজোর পরই ফের বৃষ্টিতে নাজেহাল হয়েছিল বঙ্গবাসী। অবশেষে কয়েকদিন আগেই হাওয়া অফিসের তরফে ঘোষণা করা হয়েছিল যে বর্ষা বিদায় নিয়েছে। আর সেই আবহাওয়ায় যে বাঙালি খানিকটা বিরক্তই হয়েছিল তা বলাই বাহুল্য। এবার ফের একটা মন খারাপের খবর।
অর্থাৎ শীতের মাঝেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার। শোনা যাচ্ছে আগামী ২৫ অক্টোবর নাকি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালি নিম্নচাপ। আর ২৭ অক্টোবর নাগাদ তা সরে যেতে পারে তামিলনাড়ু উপকূলের দিকে। সেখান থেকে তামিলনাড়ু উপকূল থেকে পদুচেরি হয়ে ধীরে ধীরে সরে যেতে পারে আরব সাগরের দিকে।
আবহাওয়া অফিস সূত্রে খবর আরব সাগরের দিকে যত বেশি সরবে ততই নাকি ভালো বাংলার জন্য। এরফলে বাংলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কমবে। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা অবশ্য রয়েই যাচ্ছে। নভেম্বরের শুরুর দিকে তেমনটা হলে যে বঙ্গবাসীর অস্বস্তি খানিকটা হলেও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।







