এসআইআরের(SIR) কথা ঘোষণার পর থেকেই আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস(TMC)। পুজোর পর থেকে ফের এসআইআর(SIR) নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এসআইআরের বিরোধিতা করে পের একবার সরব হল তৃণমূল কংগ্রেস(TMC)। শনিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বিজয়া সম্মিলনীতে গিয়ে ফের একবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি দিলেন তৃণমূলের(TMC) মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)। তাঁর সাফ বার্তা, একজনও প্রকৃত ভোটারের নামও যদি বাদ যায় তবে দিল্লিতে নির্বাচন কমিশনের(Election Comission Of India) অফিস ঘেরাও হবে।
কয়েকদিন আগেই এসআইআর নিয়ে সুর চড়িয়েছিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর(Shantanu Thakur)। তিনি বলেছিলেন রাজ্যে নাকি এসআইআরে(SIR) বাদ যাবে ১ কোটি ২০ লক্যের মতো মানুষের নাম। সেই সময়ই প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল। এবার এসআইআরের বিরোধিতা করে কার্যত হুঙ্কার দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।
বিজয়া সম্মিলনীতে গিয়ে তিনি জানিয়েছেন, “আগে বলেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। কিন্তু তা করে হেরেছিল ওরা। এবার ভোটার তালিকায় কারচুপি করতে চাইছে। তাই নির্বাচন কমিশনকে এসব কাজে লাগিয়েছে। যেভাবে দিল্ল, মহারাষ্ট্রে করেছিল, সেভাবেই এবার অন্য রাজ্যের ভোটারদের নাম তালিকায় ঢোকাতে চাইছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরে ফেলেছেন”।
কুণাল(Kunal Ghosh) আরও বলেন, “এসআইআর নিয়ে এককাট্টা থাকুন। মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। একজনও আসল ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তবে দিল্লিতে এক লক্ষ লোক নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে”।
এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় এই এসআইআর ইস্যু নিয়ে। পুজোর পরই এসআইআর করার কথা কার্যত পরিস্কার করে দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। আর তারই বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। লড়াই যে ক্রমশই জমে উঠছে তা বলার অপেক্ষা রাখে না।







