গত ১৩ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার জগদ্দলে খুন (Murder Case) হন তৃণমূল কর্মী (Trinamool Worker) হীরা কুরেশি। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম জড়ায় সওকত আলির। তিনিও তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী (Trinamool Worker)। কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সওকতকে গ্রেফতার করতে পারেনি। অথচ সেই সওকত আলির সঙ্গে ভাটপাড়া (Bhatpara) থানার আইসি (IC)-র জন্মদিনের কেক কাটার ছবি প্রকাশ্যে এনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Arjun Singh) বলেন, “তৃণমূল মরছে, তৃণমূল মারছে। মুসলিম মরছে, মুসলিম মারছে। এ রাজ্যে কোনও আইনের শাসন নেই। পুলিশ তৃণমূল কংগ্রেসের পোষা গুণ্ডা বাহিনীতে পরিণত হয়েছে। চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি। সেই দুর্নীতির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে আক্রোশের জেরেই তৃণমূলের হাতেই তৃণমূল খুন হচ্ছে।”
গত কয়েক দিন ধরে জগদ্দল সংবাদ শিরোনামে। তৃণমূল কর্মী (Trinamool Worker) হীরা কুরেশি পর আবারও গতকাল ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে রাহুতা এলাকা থেকে উদ্ধার হয় পচাগলা একটি মৃতদেহ। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। এই প্রসঙ্গ নিয়ে অর্জুন সিং সরাসরি দায়ী করেছেন ভাটপাড়া থানার আইসি-কে। অর্জুন সিং-এর মতে, আইসি সমাজ বিরোধীদের প্রশ্রয় দিচ্ছেন। তার ফলেই এলাকায় সন্ত্রাস বাড়ছে।
অর্জুন সিংয়ের দাবি, তৃণমূল কর্মী হীরা কুরেশি খুনে মূল অভিযুক্ত সওকত আলিকে ভাটপাড়া থানার পুলিশ এখনও গ্রেফতার করেনি। কারণ ভাটপাড়া থানার আইসি-র সাথে সওকত আলির ঘনিষ্ঠ সম্পর্ক। সেই ছবিও এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন অর্জুন সিং। দেখানে ভাটপাড়ার আইসি-র জন্মদিনে উপস্থিত শওকত আলি। অর্জুন সিংয়ের দাবি শওকত আলিই হীরা কুরেশিকে খুন করিয়েছে। এরপর প্রমাণ লোপাটের জন্য হীরা কুরেশির খুনি সাহেবকেও খুন করিয়ে দিয়েছে শওকত আলি। সেই শওকত আলিকে ভাটপাড়া থানার আইসি জন্মদিনে থানার মধ্যেই কেক কাটার আমন্ত্রণ জানিয়েছেন। এর থেকেই স্পষ্ট যে দুজনের মধ্যে সম্পর্ক কত ঘনিষ্ঠ।
যদিও তৃণমূল কর্মী হীরা কুরেশির খুন প্রসঙ্গে মুখ খুলতে চাননি ভাটপাড়ার তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি জানিয়েছেন, এই বিষয়ে পুলিশি তদন্ত চলছে। তাই এ প্রসঙ্গে তিনি আলটপকা কোনও মন্তব্য করবেন না! সব মিলিয়ে ২৬শে বিধানসভা নির্বাচনের আগে আবারও যে ব্যারাকপুর উত্তপ্ত হতে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না।







