বিধানসভার ভিতর ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ নিয়ে এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট অবমাননার মামলা দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সম্প্রতি শুভেন্দু অধিকারীরই(Suvendu Adhikari) করা এক মামলায় কলকাতার হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বিধানসভার আইনের উল্লেখ করে বলেছিলেন, ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে বিধানসভায় প্রবেশ করা যায় না। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষীদের নিয়ে বিধানসভায় প্রবেশ করায় ফের একবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু(SuvenduAdhikari)। কেননা গত ১লা সেপ্টেম্বর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটি নির্দেশিকা জারি করেন, সেখানে তিনি স্পষ্ট জানান— ‘মুখ্যমন্ত্রী ছাড়া আর কোনও মন্ত্রীর নিরাপত্তারক্ষীরা বিধানসভায় ঢুকতে পারবেন না।’ এক্ষেত্রে শুভেন্দুর(Suvendu Adhikari)দাবি, স্পিকার মুখ্যমন্ত্রীর রক্ষীদের বিধানসভায় প্রবেশের অনুমতি দিয়ে আদালতের নির্দেশকে অবমাননা করেছেন। শুভেন্দুর(Suvendu Adhikari) পক্ষের আইনজীবীর মন্তব্য— “স্পিকার জানিয়েছিলেন বিধানসভায় কোনও বিধায়কের নিরাপত্তারক্ষীর প্রবেশের অধিকার নেই। তারপরেও বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তারক্ষী নিয়ে প্রবেশ করেছেন, যা আদালত অবমাননার সমান।”
সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় প্রবেশের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল বিধায়কদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভা এলাকার মধ্যে প্রবেশ করার অনুমতি রয়েছে। অথচ বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের ভিতরে ঢোকার অনুমতি নেই। তাঁদের বিধানসভার বাইরের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। যদিও সেই মামলায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেনি। তবে বিচারপতি অমৃতা সিনহা বিধানসভার আইনের উল্লেখ করে সবার ক্ষেত্রেই সমান ভাবে নিয়ম বলবৎ করার নির্দেশ দেন, পাশাপাশি বিধানসভার সচিবকে তা নিশ্চিত করার কথাও জানান।
শুভেন্দুর তরফ থেকে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ সত্ত্বেও মুখ্যমন্ত্রীর জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আসলে আদালতকেই অবমাননা করেছেন। সকলের জন্য সমান নিয়ম তিনি বলবৎ করেননি। এই মামলার প্রমাণ হিসাবে ওইদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের দাবিও জানান শুভেন্দুর পক্ষের আইনজীবীরা। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। সবে রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে ততই যে রাজনৈতিক উত্তাপ আরও তীব্র হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না।







