আবারও বোমাতঙ্কের ছক মুম্বইয়ে। শুক্রবার সকালে হোয়াট অ্যাপ মারফত ট্রাফিক পুলিশের কাছে আসে একটি বার্তা, আর তাতেই নড়েচড়ে বসল প্রশাসন। শহরজুড়ে জারি হল হাই-অ্যালাট। সেই বার্তায় দাবি করা হয়েছে ৩৪ জন আত্মঘাতী জঙ্গি ৪০০ কেজি আরডিএক্স নিয়ে ঢুকে পড়েছে শহরে। তাতেই ঘুম উড়েছে গোয়েন্দা দফতরের। শহর জুড়ে সতর্কতার পাশাপাশি চালানো হচ্ছে চিরুনি তল্লাশিও। নিরাপত্তা বাড়ানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ রেল স্টেশন এবং বিমানবন্দর এলাকাতেও। সব মিলিয়ে আতঙ্কে রয়েছেন মুম্বইবাসী।
এমনিতেই মুম্বই বিস্ফোরণের স্মৃতি এখনও শহরবাসীর মনে উজ্জ্বল। তার উপর শুক্রবার সকালেই ট্রাফিক পুলিশের ফোনে ভেসে আসে এই হুমকি বার্তা। এই বার্তায় লস্কর-ই-জিহাদি নামে এক সংগঠনের তরফে দাবি করা হয়েছে, ৩৪টি গাড়িতে করে ৩৪ জন মানববোমা ঢুকে পড়েছে মুম্বই শহরে। তাদের কাছে রয়েছে ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক। মিলাদ-উদ-নবি অর্থাৎ নবি দিবস, যা ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র। ওই দিনেই একের পর এক বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে গোটা মুম্বই শহর। যা দেখে কেঁপে উঠবে গোটা ভারত।
এই বার্তা সামনে আসার পরেই হুলুস্থল পড়ে যায়। রীতিমত নড়েচড়ে বসে প্রশাসন। শহরের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বাড়ানো হচ্ছে নিরাপত্তা। সন্দেহভাজন কিছু দেখলেই আটক করে তল্লাশি চালানো হচ্ছে। গোয়েন্দা দফতর সূত্রে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই মেসেজ পাঠিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দা দফতরের দুদে অফিসাররা। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই এই ঘটনার রহস্য উন্মোচন করতে পারবেন তাঁরা। আপাতত এই ঘটনা সামনে আসার পর যে আতঙ্ক আর উদ্বেগ বেড়েছে শহরবাসীর, তা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রশাসন এ বিষয়ের অত্যন্ত তৎপর রয়েছে।







