শুক্রবারই মুক্তি পাচ্ছে বহু বিতর্কিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। গত বেশ কিছুদিন ধরেই বার বার চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবিটি। এমনকী ছবির ট্রেলার লঞ্চের পর সেই বিতর্ক যেন আরও বেড়েছে। বাংলা থেকে ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাশ ও মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতারা। এমনকী এই ছবির অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, পুরো চিত্রনাট্য নাকি তাঁকে দেওয়া হয়নি। পাশাপাশি তাঁর আরও অভিযোগ ছিল, ছবি নাম নাকি তাঁকে প্রথমে বলা হয়েছিল ‘দ্য দিল্লি ফাইলস’। পরে ট্রেলার লঞ্চের সময়ই তিনি জানতে পারেন, এই দিল্লি ফাইলস নয়, ‘দ্য বেঙ্গল ফাইলস’। এবার নিজের ছবি মুক্তির আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
মুম্বইতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক দাবি করেছেন যে, তিনি বাংলার হল মালিকদের কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন যে, তাদের ছবি যাতে দেখানো না হয় তার জন্য নাকি হুমকি দেওয়া হচ্ছে তাদের। তিনি বলেন, “অনেক হল মালিক এবং বড় বড় মাল্টিপ্লেক্সের কর্মকর্তারা বলছেন, পুলিশ তাদের হুমকি দিয়েছে। যদি তাদের হলে ছবিটি মুক্তি পায় তাহলে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে।”
পাশাপাশি এই ঘটনার পিছনে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদত আছে বলেই এদিন স্পষ্ট জানিয়েছেন বিবেক। তাঁর মতে, “পশ্চিমবঙ্গ সরকার যা করছে তা অবৈধ এবং অসংবিধানিক। আমরা একটি রিট পিটিশন দায়ের করার পরিকল্পনা করছি, কিন্তু কাল কী হয় তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব এবং সেই অনুযায়ী আইনি পদক্ষেপ নেব।”
এই ছবির সহ-প্রযোজক পল্লবী যোশী, যিনি সম্পর্কে চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী। তিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ অভিনয়ও করেছেন। তিনি জানিয়েছেন, “আমি ইতিমধ্যেই এই ছবির ব্যাপারে ভারতের সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে কথা বলেছি।” এমনকী এই ছবির বিষয়ে তাঁর হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বলেই দাবি করেছেন পল্লবী যোশী। এর আগেও দ্য তাশখন্দ ফাইলস’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি তৈরি করে নানা বিতর্কের জন্ম দিয়েছেন চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য বেঙ্গল ফাইলস’ এই সিরিজে তাঁর তৃতীয় সংযোজন। এমনকী বাংলার লক্ষ লক্ষ সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে এই ছবিটি বাংলায় ডাব করা হয়েছে, যাতে করে গ্রামবাংলার সাধারণ মানুষদের বুঝতে কোনও অসুবিধা না হয়। আজই কলকাতায় মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’। এখন দেখার বহু বিতর্কিত কাহিনী ‘দ্য ক্যালকাটা কিলিং’-এর প্রেক্ষাপটে বানানো এই ছবি দেখে সাধারণ মানুষ কী প্রতিক্রিয়া দেন।







