কোচবিহার জেলার স্পর্শকাতর তিনবিঘা করিডোরে কড়া নিরাপত্তা সত্ত্বেও দিনের আলোয় দুই বাংলাদেশি যুবকের প্রবেশে চাঞ্চল্য ছড়াল। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে।
তিনবিঘা করিডোরে সর্বক্ষণ বিএসএফ জওয়ান মোতায়েন থাকে। করিডোরের দুই প্রান্তের গেট ছাড়াও মাঝপথে নিরাপত্তা ব্যবস্থা কড়া। বাড়তি নজরদারির জন্য সিসিটিভিও বসানো রয়েছে। এতকিছুর পরও বছর চব্বিশের নাইম ইসলাম ও এমডি আশিকুর রহমান নামে বাংলাদেশের রংপুর জেলার দুই যুবক ভারতে প্রবেশ করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পথভ্রষ্ট হয়েই তারা করিডোর দিয়ে ঢুকে পড়ে এবং একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সেই সময় কুচলিবাড়ি থানার পুলিশের নজরে আসতেই তাদের আটক করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
আটক নাইম ইসলামের দাবি— “আমি পেশায় ড্রাইভার। পাটগ্রাম এলাকায় ভুট্টার গাড়ি লোডের কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে একটু চা খেতে বের হয়েছিলাম। আমরা বুঝতেই পারিনি যে ভারতে ঢুকে পড়েছি।” একই দাবি করে অপর যুবক আশিকুর রহমানও।
এ প্রসঙ্গে মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন, “আনুষ্ঠানিকভাবে দুজনকে বিএসএফ হাতে হস্তান্তরিত করা হয়েছে। বিষয়টি এখন বিএসএফ দেখছে।”
অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন—”এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে দিনের আলোয় বাংলাদেশিদের প্রবেশ সম্ভব হল?”







