নন্দীগ্রাম সমবায় ভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূল কংগ্রেস। বুধবার নন্দীগ্রাম ১নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন বোর্ড নির্বাচনে সিপিএম ও বিজেপি জোটকে কার্যত ধরাশায়ী করল শাসক শিবির। ১২টি আসনের সবকয়টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাস তালুকে এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে।
স্থানীয় বেশ কিছু সমবায়ে বিজেপি জয় পেলেও, নন্দীগ্রাম ১নম্বর ব্লকের গড়চক্রবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে তৃণমূল নিজেদের দখলে রেখেছে। এই জয়ের ফলে আগামী ৫ বছর আবারও এই সমবায় সামলাবে শাসক শিবির।
এই সমবায় ভোটে ৯টি আসনে প্রার্থী দিয়েছিল বিজেপি ও বাম জোট। তৃণমূল প্রার্থী দিয়েছিল ১২টি আসনেই। স্বাভাবিকভাবে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩টি আসনে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বাকি ৯ টি আসনে ভোট হয়। সেই ৯ টি আসনে প্রত্যেকটিতে ১০ থেকে ১৫ টি করে ভোট পেয়েছে রাজ্যের শাসকদল। এই ভোট গ্রহণ কেন্দ্র করে সকাল থেকেই পুলিশি তৎপরতা ছিল তুঙ্গে।







